দুরন্ত শৈশব

দুরন্ত শৈশব

ছেলেদের শৈশব পার হলেই আনন্দ কমে যায় আর দায়িত্ব বেড়ে যায়। শৈশব থেকে বার্ধক্যে পৌঁছে যাই কিন্তু এত সময়ের মাঝেও আমাদের কিছু আক্ষেপ পূর্ণতা পায় না। সবচেয়ে বেশি বেদনা দেয় স্মৃতির অধ্যায়টা। যেন বারবার ফিরে যেতে ইচ্ছে করে সেই সোনালী শৈশবে। হিসাবটা মিলাতে গেলে, কেন জানি মিলতেই চায় না। মিলবেই বা কি করে, যেখানে জীবনের প্রথমার্ধের সমাপ্তি ঘটে পাওয়া না পাওয়ার মাঝ দিয়ে।

কাউকে ভালোবাসতে গেলে সেই মানুষটিও ভেবে নেয় হয়তো তার মাঝে স্বার্থ খুঁজে পেয়েছি। যেখানে স্বার্থ ছাড়া অনেকে একপা আগাতে চায় না সেখানে এই বিষয়টিকে অস্বীকার করাটা বড্ড বেমানান দেখায়।

দিনশেষে জীবন কিংবা সময় আপনাকে ভালোবেসে কিছু দিতেও পারে আবার শূন্য হিসাবটাও ধরিয়ে দিতে পারে।নিয়তির নিয়মটা বাধ্যবাধকতার সাথে মেনে নিতে হবে। তবে চেষ্টা আর পরিশ্রমের মাঝে দিয়ে নিজের নিয়তি পরিবর্তন করতে পারে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form