মানুষ বদলায়

মানুষ বদলায়


মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে পঁচতে পঁচতে বদলায়। মানুষ বয়সে বদলায়, পরিবেশে বদলায়। স্বার্থের কারণে বদলায়, মানুষ আক্রোশে বদলায়। মানুষ বদলায় প্রতিনিয়ত বদলায়, সময়ে অসময়ে, মানুষ কারনে অকারনে বদলায়। কালে বদলায়, অকালে বদলায়, প্রয়োজনে অপ্রয়োজনে বদলায়। সকালে বদলায়, বিকেলে বদলায়। আলোতে বদলায়, আঁধারে বদলায়। বদলে যাওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। বদলে যেতে কোন কারন লাগেনা। প্রকৃতির গতানুগতিক প্রক্রিয়ায় এমনিতেই বদলে যায়। ঋতু পরিবর্তন, গ্রহ নক্ষত্রের পথ পরিবর্তনের মত মানুষের মন বদলায়। কখনও গিরগিটির মত সময়ে অসময়ে রঙ ও বদলায়।হয়তো কিছু মানুষ প্রতি ক্ষণেক্ষণে বদলায় কখনও বা বদলাতে বাধ্য হয়। দুঃখবিলাসী মানুষ গুলো সে বদলে যাওয়াকে মেনে নিতে পারেন না। আর তাই তারা অভিযোগ তুলেন। প্রশ্ন তুলেন, কাছের মানুষটি কেন এমন হঠাৎ বদলে গেলো, তা নিয়ে শোকগাঁথা রচনা করেন। আসলেই কি মানুষ হঠাৎ করেই বদলে যায়? নাহ! হঠাৎ করে কিছু বদলায় না। মানুষের এই বদলে যাওয়ার প্রক্রিয়া অনেকদিন ধরেই চলতে থাকে। এত ধীরে ধীরে চলতে থাকে যে, আমরা বুঝতে পারিনা। কখন, কিভাবে, মানুষ গুলো বদলাতে শুরু করে, তা হয়তো সে নিজেই জানেনা। পরিবর্তন আসে, কখনো সময়ের সাথে নিজেকে খাপ খাওয়াতে। কখনো পরিবেশ বাঁচাতে। কখনো বা চাহিদার কারনে। কারন যাই হোক, বদলে যাওয়া, একজনের জন্য মঙ্গলকর হলেও, অন্যের জন্য তা হয় ভীষন পীড়াদায়ক। প্রিয় মানুষ গুলো হঠাৎ করেই বদলে যায়। সুখের মুহূর্ত গুলো হঠাৎ করেই নাগালের বাইরে চলে যায়। প্রক্রিতির সাথে একাত্ব খাওয়া মানুষ গুলোও প্রকৃতির পুরনো খেলায় ভেসে যায়। প্রতিদিন আমি দেখি, মানুষের বদলে যাওয়া। দেখি কি বিচিত্র কারনেই না সম্পর্ক বদলে যায়। আমিও কখনো কখনো বদলে যাই। ভীষন আঁধারের কোল ঘেঁসে উদীয়মান ওই রাতের চাঁদ টুকু দেখে অকারনেই মনের ভিতরটা বদলে যায়। বুকটা হু হু করে উঠে। চোখ ফেটে যায় গভীর অভিমানে। জীবন এমনই বড় রহস্যময়। সব রহস্যের সমাধান পৃথিবী আজো করতে পারেনি, পারবেও না।

1 Comments for "মানুষ বদলায়"

Previous Post Next Post

Contact Form