পাগল কোথায়? কেবা পাগল ভাবছি বসে নির্জনে,
কোথায় গেলো পাগল পাবো শহর কিংবা দূর বনে।
আমি পাগল তুমি পাগল- পাগলে ভরা দুনিয়া,
কোন পাগলের খোঁজো তুমি বলো আমায় খুলিয়া?
রঙ্গে ভরা বঙ্গ দেশে পাগলে গেছে ভরিয়া,
তাদের নানান পাগলামিতে লজ্জাতে যায় মরিয়া!
পাগল আছে হরেক রকম ভাবে শুধু নিজেকে,
নিজের কথা ভেবে ভেবে বাড়ায় নিজের পুঁজিকে।
গদির লোভে কেউবা পাগল- মানুষ মারে পুড়িয়া,
কেউ আবার গুম হয়ে যায়- আতঙ্ক দেশ জুড়িয়া।
এই পাগল সেই পাগলে ফারাক আছে লক্ষ যোজন,
পরের কথা ভেবে ভেবে জঙ্গলেতে কাটায় জীবন।
কোনো পাগলে ঠাই পেতে চায় সব মানুষের অন্তরে,
সেই পাগলের খোঁজে আমি ঘুরছি নগর বন্দরে।
সে যে থাকে মনের মাঝে ঘাপটি মেরে সব সময়,
সাদা মনে খুঁজলে তারে তবেই শুধু পাওয়া যায়।
ঝল মলে রঙ্গ মেলায় হয়না কভু তার থাকা,
অন্তরের চোঁখ খুলে গেলে দেখতে পাবে তার দেখা।
কোথায় গেলো পাগল পাবো শহর কিংবা দূর বনে।
আমি পাগল তুমি পাগল- পাগলে ভরা দুনিয়া,
কোন পাগলের খোঁজো তুমি বলো আমায় খুলিয়া?
রঙ্গে ভরা বঙ্গ দেশে পাগলে গেছে ভরিয়া,
তাদের নানান পাগলামিতে লজ্জাতে যায় মরিয়া!
পাগল আছে হরেক রকম ভাবে শুধু নিজেকে,
নিজের কথা ভেবে ভেবে বাড়ায় নিজের পুঁজিকে।
গদির লোভে কেউবা পাগল- মানুষ মারে পুড়িয়া,
কেউ আবার গুম হয়ে যায়- আতঙ্ক দেশ জুড়িয়া।
এই পাগল সেই পাগলে ফারাক আছে লক্ষ যোজন,
পরের কথা ভেবে ভেবে জঙ্গলেতে কাটায় জীবন।
কোনো পাগলে ঠাই পেতে চায় সব মানুষের অন্তরে,
সেই পাগলের খোঁজে আমি ঘুরছি নগর বন্দরে।
সে যে থাকে মনের মাঝে ঘাপটি মেরে সব সময়,
সাদা মনে খুঁজলে তারে তবেই শুধু পাওয়া যায়।
ঝল মলে রঙ্গ মেলায় হয়না কভু তার থাকা,
অন্তরের চোঁখ খুলে গেলে দেখতে পাবে তার দেখা।
Tags
ছড়া-কবিতা