ঘন কুয়াশা বেয়ে শীতের বিকেল নেমছে ধীরে- পৃথিবীর পরে,
এখন এমনই কঠিন বিকেল কাটে হুহু করা নিঃসঙ্গ অবসরে৷
উষ্ণতা যেন হারিয়ে গেছে দূরে-বিসুভিয়াসের আগ্নেয় গহ্বরে।
মানুষে মানুষে কি নিশ্ছিদ্র দেয়াল আঁটা বিভেদের প্রহেলিকা,
শৈশবে বিকেল ছিল মায়ায় জড়ানো এক তেজস্বী নীহারিকা৷
পৃথিবীর আলো থেকে হারিয়েছে উষ্ণতার প্রদীপ্ত পাদটীকা৷
যারা গেছে দূরে নিয়ে গেছে সবই- উষ্ণতা দিয়েছিল আমারে,
প্রাণের গভীরে, তারপর চলে গেছে ঐ চির ঘুমের অন্ধকারে।
ব্যথাকাতর দিশাহারা চিত্তে ফিরি মিছেমিছি প্রমোদ বিহারে।
এই হিমেল বিকেলের শেষে নামে যদি-পাথরের মতো রাত,
শঙ্কার আঁধার সাঁতরে পাবো কি? খুঁজে অরুণ রাঙা প্রভাত।
পাবো কি আর শৈশবের মত উষ্ণতায় ভরা বিকেল বরাত ?
Tags
ছড়া-কবিতা