আঁধার

যায় বয়ে যায় বেলা করে হেলা খেলা, মূল্য বুঝিনা তার;
দিয়ে গড়াগড়ি ধূলি নিয়ে ভরি, গড়ি ভুলের পাহাড়।
ভুলের পাহাড়ে থাকা অন্ধকারে, স্বার্থ খোঁজে নিশাদে;
ভুল ভাঙার ছলে নয়ন ভরে জলে, ভরে বুক বিষাদে।
কপালে লেখা অগ্নি ঝড় আঁধার, কেবা দিতে পারে আলো;
সময়ের কাছে নত স্বীকার করে, হতে পারিনি আর ভালো।
প্রতিদিন জ্বলি  আটত্রিশ বছর ধরি, সহি ঝড়ের হানা;
প্রতিদিন আঁধারে মরি ডুবে, কেহ এসে করেনি মানা।
জলে-স্থলে আজ আঁধার-পিঠে, আঁধারে বসবাস;
দিবা-রাত্রি ডেকে যায় সে করুণ সুরে, সদায় সর্বনাশ।
দৈত্যের শাসন কুৎসিত ভাষণ, বোলে বোলে মুখে ফেনা;
জাতে দালাল সব করে হালাল, যা ছিল দুই পয়সায় কেনা।
বিক্রিত আত্মশুদ্ধি বিকৃত বুদ্ধি, স্বীকৃত পায় এ সমাজে;
আগুনের খেলায় দ্বিগুণ জ্বালায়, জীবিত রাখে কলঙ্কের মাঝে।

1 Comments for "আঁধার"

Previous Post Next Post

Contact Form