জীবন মানেই কি অনেক কিছু। অবশ্যই অনেক কিছু নয়তো সবাই নিজের জীবন নিয়ে এতো মাতামাতি করে কেন। সুখ-দুঃখ, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া কত হিসাব এই একটা জীবনকে নিয়ে। আরে না অনেক কিছু কি করে হবে।এইতো সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, রাত থেকে আবার সকাল, অতঃপর একদিন মরণ। এইতো জীবন শেষ। তাহলে জীবনের আবার কিসের মূল্য?
একজন ভিক্ষুকের কাছে তো দুপুরের নুন আর ভাত খাওয়াও তো মুশকিলের বিষয় আমার মত। কিন্তু কোটিপতির কাছে তো খাওয়া তো পরের বিষয় শহরের অধিকাংশ খাবার কিনে বিলিয়ে দেওয়া কোন ব্যাপার না। আসলে এক একটা জিনিসের মূল্য এক একজনের কাছে ভিন্ন রকম। ঠিক তেমনি জীবনটাকে মনে করলে অনেক কিছু না করলে কিছুই না। প্রত্যেকের জীবনই একদিন উধাও হয়ে যাবে। আর যদি কিছু এই দুনিয়ায় অবশিষ্ট কিছু থাকে তবে সেটা নিজের নামটি থেকে যাবে ভালো কিছু কাজের মাধ্যমে।
একজন ভিক্ষুকের কাছে তো দুপুরের নুন আর ভাত খাওয়াও তো মুশকিলের বিষয় আমার মত। কিন্তু কোটিপতির কাছে তো খাওয়া তো পরের বিষয় শহরের অধিকাংশ খাবার কিনে বিলিয়ে দেওয়া কোন ব্যাপার না। আসলে এক একটা জিনিসের মূল্য এক একজনের কাছে ভিন্ন রকম। ঠিক তেমনি জীবনটাকে মনে করলে অনেক কিছু না করলে কিছুই না। প্রত্যেকের জীবনই একদিন উধাও হয়ে যাবে। আর যদি কিছু এই দুনিয়ায় অবশিষ্ট কিছু থাকে তবে সেটা নিজের নামটি থেকে যাবে ভালো কিছু কাজের মাধ্যমে।
Tags
জীবনধারা