ভগবান তুমি কোথায় থাকো?

ক্ষুধায় কাতর ভিক্ষুক এক মন্দিরেতে এসে,
দু'হাত পেতে বসে আছে মূল ফটকে ঘেসে।
বলছে কেঁদে- ‘‘হে ভগবান’’ দাও গো কিছু মোরে,
ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচে না খাইনি দু’দিন ধরে।
পুজারীরা পুজায় ব্যস্ত দেখছে নাকো তাকে,
ভিক্ষুক শুধু ক্ষুধার জ্বালায় বিধাতাকেই ডাকে।
এমনি করেই ডেকে ডেকে কাটল সারা দিন,
সন্ধ্যা বেলায় অনাহারে কন্ঠ হলো ক্ষীণ।
বলছে ভিক্ষুক- ‘‘হে দয়াময়’’ কোথায় আমি এলাম,
সারা দিনেও তোমার ঘরে কিছুই নাহি পেলাম।
এই বলে ঘুরতে ঘুরতে গেল পতিতালয়,
পতিতাদের তান্ডব দেখে পেল ভীষণ ভয়।
তারপরেতেও ক্ষুধার জ্বালায় শুণ্য দু’হাত পেতে,
চোখের জলে বলছে কেঁদে, দাও গো কিছু খেতে।
এমন সময় মাতাল একজন অতি নেশার ঘোরে,
পকেট থেকে সব টাকা তার দিল দু’হাত ভরে।
টাকা পেয়ে ভাবছে ভিক্ষুক এইটা কেমন তরো,
পুজারীদের চেয়েও দেখি মাতালের মন বড়।
কানা কড়িও পেলাম নাকো সারাটা দিন ধরে,
সেই খানেতে মাতাল এসে দিল দু’হাত ভরে।
বুঝলাম নাকো ‘‘হে ভগবান’’ কোথায় তুমি থাকো?
যেখানেতে থাকার কথা সেথায় পেলাম নাকো।
ডাকলাম তোমায় দেবালয়ে পেলাম বেশ্যালয়,
মন্দির ঘরের ঠিকানা দিয়ে থাকো সর্বময়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form