মেঘ গুড়গুড় শীতল হাওয়া বৃষ্টি এলো ঝেঁপে,
ডোবা-নালায় জল জমেছে কোলা ব্যাঙ ডাকে।
গ্রামের শিশুরা এদিক-ওদিক করে ছুটোছুটি,
জলে ভিজে খেলার ছলে কাদায় লুটোপুটি।
মা ডাকে আয় খোকন সোনা ভিজলে হবে জ্বর,
গগন ডাকে ঝিলিক মারে মায়ের ভীষণ ডর।
খাল পাড়েতে কাশ দুলিছে জোয়ার নদীর বুকে,
মাঝে মাঝে শেয়াল মামা হুক্কাহুয়া ডাকে।
টিনের চালে বৃষ্টি ধারা রিমঝিমিয়ে পড়ে,
কবি মনে ভাবনা জাগে অার ছন্দ মনে গড়ে।
গায়ের বধু নকশী কাঁথায় মনের ছবি আঁকে,
বজ্রপাতের বিকট আওয়াজ লুকায় বাকে।
উদাস হাওয়া গায়ে লাগে মন বসেনা কাজে,
বৃষ্টি এলো তাই প্রকৃতি নতুন রূপে সাজে।
ডোবা-নালায় জল জমেছে কোলা ব্যাঙ ডাকে।
গ্রামের শিশুরা এদিক-ওদিক করে ছুটোছুটি,
জলে ভিজে খেলার ছলে কাদায় লুটোপুটি।
মা ডাকে আয় খোকন সোনা ভিজলে হবে জ্বর,
গগন ডাকে ঝিলিক মারে মায়ের ভীষণ ডর।
খাল পাড়েতে কাশ দুলিছে জোয়ার নদীর বুকে,
মাঝে মাঝে শেয়াল মামা হুক্কাহুয়া ডাকে।
টিনের চালে বৃষ্টি ধারা রিমঝিমিয়ে পড়ে,
কবি মনে ভাবনা জাগে অার ছন্দ মনে গড়ে।
গায়ের বধু নকশী কাঁথায় মনের ছবি আঁকে,
বজ্রপাতের বিকট আওয়াজ লুকায় বাকে।
উদাস হাওয়া গায়ে লাগে মন বসেনা কাজে,
বৃষ্টি এলো তাই প্রকৃতি নতুন রূপে সাজে।