লম্পট যত সমাজের মাঝে ঘুরছে মুখোশ পরে,
চুপচাপ হেঁটে সুযোগ মত নিজের শিকার ধরে।
একে একে যত করেছে শিকার নিরবে হজম করে,
মনেমনে ভাবে আমার শিকার নিরবেই গেছে মরে।
বুঝেনা আসলে এই পৃথিবীতে থাকেনা গোপন কিছু,
যে করেই হোক পাপের চিহ্ন লেগে থাকে তার পিছু।
সমাজে সবাই না জানুক- তবু কিছু লোক জেনে যায়,
তাদের মনের গহীন ঘৃণায় তার- নাম ঠাই পায়।
মানুষের ঘৃণা- বদদোয়া লেগে তার জীবনের মাঝে,
কঠিন শাস্তি পেয়ে যাবে- হোক সকালে অথবা সাঁঝে।
ইহকালে তার লাঞ্চনা যত- পরকালে আরো বেশ,
তওবা করে সে ক্ষমা পায় যদি-তবে হবে সব শেষ।
চুপচাপ হেঁটে সুযোগ মত নিজের শিকার ধরে।
একে একে যত করেছে শিকার নিরবে হজম করে,
মনেমনে ভাবে আমার শিকার নিরবেই গেছে মরে।
বুঝেনা আসলে এই পৃথিবীতে থাকেনা গোপন কিছু,
যে করেই হোক পাপের চিহ্ন লেগে থাকে তার পিছু।
সমাজে সবাই না জানুক- তবু কিছু লোক জেনে যায়,
তাদের মনের গহীন ঘৃণায় তার- নাম ঠাই পায়।
মানুষের ঘৃণা- বদদোয়া লেগে তার জীবনের মাঝে,
কঠিন শাস্তি পেয়ে যাবে- হোক সকালে অথবা সাঁঝে।
ইহকালে তার লাঞ্চনা যত- পরকালে আরো বেশ,
তওবা করে সে ক্ষমা পায় যদি-তবে হবে সব শেষ।
Tags
ছড়া-কবিতা