ভালোবাসা মুখে শুধু- অন্তরে কিঞ্চিৎ,
হিংসা দানা বেঁধে মোদের- হয়েছে স্ফীত।
অপরের সুখে মরি- বিষজ্বালায় পুড়ে।
সাক্ষাতে ভালোবাসা প্রদান, মেকি সুরে।
দুঃখের দিনে আশ্বাসে যখন- দেই পিছুটান,
সুযোগ বুঝে খোয়ায়ে দেই- অপরের সম্মান।
হাসি হাসি রাশি রাশি- বাজে কথা তুলে,
স্বার্থের ডানা মেলে দেই- যাই শেষে ভুলে।
ইচ্ছার ভাবনাগুলোয় দেই- কূট বিষ ঢেলে,
অন্ধকারের যাপিত জীবন- ভাবনায় খেলে।
নিয়তির বাঁধাধরা খেলা- অন্তিমের শেষ।
ভাল মানুষ সেজে ধরি- নব নব বেশ।
হিংসা দানা বেঁধে মোদের- হয়েছে স্ফীত।
অপরের সুখে মরি- বিষজ্বালায় পুড়ে।
সাক্ষাতে ভালোবাসা প্রদান, মেকি সুরে।
দুঃখের দিনে আশ্বাসে যখন- দেই পিছুটান,
সুযোগ বুঝে খোয়ায়ে দেই- অপরের সম্মান।
হাসি হাসি রাশি রাশি- বাজে কথা তুলে,
স্বার্থের ডানা মেলে দেই- যাই শেষে ভুলে।
ইচ্ছার ভাবনাগুলোয় দেই- কূট বিষ ঢেলে,
অন্ধকারের যাপিত জীবন- ভাবনায় খেলে।
নিয়তির বাঁধাধরা খেলা- অন্তিমের শেষ।
ভাল মানুষ সেজে ধরি- নব নব বেশ।
Tags
ছড়া-কবিতা