জমিলার বিয়ে

জমিলার বিয়ে হইছে পয়সা ওয়ালার বাড়িতে,
আল্লায় দিলে সুখে আছে চড়ে নোয়া গাড়িতে।
জমিলা নাইওর আইছে লগে পুতরা ঝিয়ারি,
গুড় মুড়ি, চিনি নারিকেল, পিডার গুড়ি কিয়ারি!
ঘরেতে নাই হাঁস-মুরগি- পাতিলে নাই ভাত,
ঠিল্লায় নাই চাল নুন- শুন্য দুইখান হাত।
জমিলার বাপে কৈ যাইবো- জেবে নাই এক পয়সা,
আনতো কইছি পুডি মাছ- কালা বায়েম আর বইছা।
জমিলা কয়, হুনেন আব্বা- শশুর-শাশুড়ি হগলে আইবো,
কইছে ক’দিন আপনের বাড়ীত ডাইল ভর্ত্তা ভাত খাইবো।
আপনের জামাই ইলিশ খায়-দেশি মোরগ-রাতা,
আঁর শশুরের বাছা আছে- খায় না সে যা তা!
শাশুড়ি খায় দেশি জাগুর- বিলের বড় কই,
হানা কাডল মাদলাই আম- দুধ মিষ্টি আর দই।
শাশুড়ির লাগিয়া আইনেন শাড়ি- শশুরের পাঞ্জাবি,
আপনের জামাই’র প্যান্ট-শার্ট আঁর কিছু নাই দাবি।
দেওর ননদ খুশি অইবো টেহা দিলে কিছু,
না দিলে আমার শশুর বাইত- মুখখান অইবো নিছু!
জমিলার বাপে ব্যাগ লইয়া হেঁটে গেছে অাডো,
যাইতে কইছে মা তুঁই- হলদি-মঁরিচ বাডো।
বিয়াল হয়ে হাইঞ্জা গড়াই- আইলো বিয়ান রাইত,
জমিলার বাপে সদাই লইয়া- আইলো না আর বাইত।
চেরাগ ধরাই দুয়ারে খাড়া- রইলো জমিলার মা,
বুঝলো জমিলা- হগল সময় হগলের হমান না।
জমিলার বিয়ে | আমির হোসেন

* ব্রাম্মণবাড়ীয়ার আঞ্চলিক ভাষায় রচিত

2 Comments

Previous Post Next Post

Contact Form