জমিলার বিয়ে হইছে পয়সা ওয়ালার বাড়িতে,
আল্লায় দিলে সুখে আছে চড়ে নোয়া গাড়িতে।
জমিলা নাইওর আইছে লগে পুতরা ঝিয়ারি,
গুড় মুড়ি, চিনি নারিকেল, পিডার গুড়ি কিয়ারি!
ঘরেতে নাই হাঁস-মুরগি- পাতিলে নাই ভাত,
ঠিল্লায় নাই চাল নুন- শুন্য দুইখান হাত।
জমিলার বাপে কৈ যাইবো- জেবে নাই এক পয়সা,
আনতো কইছি পুডি মাছ- কালা বায়েম আর বইছা।
জমিলা কয়, হুনেন আব্বা- শশুর-শাশুড়ি হগলে আইবো,
কইছে ক’দিন আপনের বাড়ীত ডাইল ভর্ত্তা ভাত খাইবো।
আপনের জামাই ইলিশ খায়-দেশি মোরগ-রাতা,
আঁর শশুরের বাছা আছে- খায় না সে যা তা!
শাশুড়ি খায় দেশি জাগুর- বিলের বড় কই,
হানা কাডল মাদলাই আম- দুধ মিষ্টি আর দই।
শাশুড়ির লাগিয়া আইনেন শাড়ি- শশুরের পাঞ্জাবি,
আপনের জামাই’র প্যান্ট-শার্ট আঁর কিছু নাই দাবি।
দেওর ননদ খুশি অইবো টেহা দিলে কিছু,
না দিলে আমার শশুর বাইত- মুখখান অইবো নিছু!
জমিলার বাপে ব্যাগ লইয়া হেঁটে গেছে অাডো,
যাইতে কইছে মা তুঁই- হলদি-মঁরিচ বাডো।
বিয়াল হয়ে হাইঞ্জা গড়াই- আইলো বিয়ান রাইত,
জমিলার বাপে সদাই লইয়া- আইলো না আর বাইত।
চেরাগ ধরাই দুয়ারে খাড়া- রইলো জমিলার মা,
বুঝলো জমিলা- হগল সময় হগলের হমান না।
* ব্রাম্মণবাড়ীয়ার আঞ্চলিক ভাষায় রচিত
আল্লায় দিলে সুখে আছে চড়ে নোয়া গাড়িতে।
জমিলা নাইওর আইছে লগে পুতরা ঝিয়ারি,
গুড় মুড়ি, চিনি নারিকেল, পিডার গুড়ি কিয়ারি!
ঘরেতে নাই হাঁস-মুরগি- পাতিলে নাই ভাত,
ঠিল্লায় নাই চাল নুন- শুন্য দুইখান হাত।
জমিলার বাপে কৈ যাইবো- জেবে নাই এক পয়সা,
আনতো কইছি পুডি মাছ- কালা বায়েম আর বইছা।
জমিলা কয়, হুনেন আব্বা- শশুর-শাশুড়ি হগলে আইবো,
কইছে ক’দিন আপনের বাড়ীত ডাইল ভর্ত্তা ভাত খাইবো।
আপনের জামাই ইলিশ খায়-দেশি মোরগ-রাতা,
আঁর শশুরের বাছা আছে- খায় না সে যা তা!
শাশুড়ি খায় দেশি জাগুর- বিলের বড় কই,
হানা কাডল মাদলাই আম- দুধ মিষ্টি আর দই।
শাশুড়ির লাগিয়া আইনেন শাড়ি- শশুরের পাঞ্জাবি,
আপনের জামাই’র প্যান্ট-শার্ট আঁর কিছু নাই দাবি।
দেওর ননদ খুশি অইবো টেহা দিলে কিছু,
না দিলে আমার শশুর বাইত- মুখখান অইবো নিছু!
জমিলার বাপে ব্যাগ লইয়া হেঁটে গেছে অাডো,
যাইতে কইছে মা তুঁই- হলদি-মঁরিচ বাডো।
বিয়াল হয়ে হাইঞ্জা গড়াই- আইলো বিয়ান রাইত,
জমিলার বাপে সদাই লইয়া- আইলো না আর বাইত।
চেরাগ ধরাই দুয়ারে খাড়া- রইলো জমিলার মা,
বুঝলো জমিলা- হগল সময় হগলের হমান না।
* ব্রাম্মণবাড়ীয়ার আঞ্চলিক ভাষায় রচিত
Tags
ছড়া-কবিতা
absolutely very good
ReplyDeletethanks for support
Delete