চেনা ঠিকানায়

পুরনো চেনা ঠিকানায় মন ছুটে যায়,
কাদা মাটির গন্ধে মাখা ঐ শ্যামল গাঁয়।
খড়ের চালে লাউয়ের ডগা চাল কুমড়ো দোলে,
মাচা ভরা করলা পটল ঝিঙে শসা ঝোলে,
গাঁয়ের বধু উদাস হাওয়ায় বতুয়ার শাক তোলে।

পুরনো চেনা ঠিকানায় মন ছুটে যায়,
বাড়ির কাছে পুকুর পাড়ের ঐ সবুজ গাঁয়।
নানান মাছে পুকুর ভরা টেংরা পুটি রুই কাতলা,
দেশী মাছের কত সাধে কত স্মৃতি গাথা,
ছোট বেলায় ধরিতাম মাছ গায়ে মেখে কাদা।

পুরনো চেনা ঠিকানায় মন ছুটে যায়,
গোধুলীর রং মেশানো ঐ শ্যামল গাঁয়।
চাদের আলোয় পথচলা বকুল তলায় গল্প বলা,
কখনো ডাক দিত মা রাতের খাবার খেতে,
ভোরের বেলায় ভাঙিত ঘুম ঝিরঝিরে বাতাসে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form