গর্ববোধ

চেহারাতে মানুষ তবু পশুর চেয়ে জঘন্য,
লোকালয়ে বাস করেও মনের ভেতর অরণ্য।
চেহারা দেখে যায় না চেনা ভেতর বাহির অন্তর,
মানুষ বলে দাবি করলেও আসলে আজব যন্ত্র।
মানুষ সে তো সৃস্টির সেরা গর্বের নেই শেষ,
চলাফেরায় পশুর অধম শুধুই মানুষ বেশ।
কাজে কর্মে মঙ্গল নেই অমঙ্গলে ভরা,
তবু মনে গর্ববোধ সে যে সৃষ্টির সেরা।

1 Comments for "গর্ববোধ"

  1. বাস্তবে এমনই এখন, মানুষ চেনা বড় দায়

    ReplyDelete
Previous Post Next Post

Contact Form