নিজে ভালো তো জগত ভালো


আবিষ্কার


ছোটবেলা থেকেই আমাদের অনেক কনফিউজিং শিক্ষা দেয়া হয়, যার ফলশ্রুতিতে আমরা একটু দুর্বল কিংবা মাঝারী মেধার অধিকারী হই। আমরা সুশিক্ষিত হয়ে যাই ঠিকই, কিন্তু স্বশিক্ষিত হতে পারি না। এ কারনে আমরা জীবন চলার পথে পিছিয়ে পড়ি।

* মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। (উচিত ছিল, বিবেকবান মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব)
* পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। (উচিত ছিল, বুঝে করা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি)
* সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। (উচিত ছিল, বিবেক দ্বারা নির্ধারিত পন্থাই সর্বোৎকৃষ্ট পন্থা) অনেক ক্ষেত্রে মিথ্যা বলাও সর্বোৎকৃষ্ট পন্থা হতে পারে অবস্থা বুঝে।
* দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো। যাহা, নাই মামার চেয়ে কানা মামা ভালোর সাথে পরস্পর বিরোধী। (উচিত ছিল, খারাপ কেউ থাকার চেয়ে শুন্যতা ভালো, তবে শুন্যতা অপেক্ষা ভালো কেউ থাকা সবচেয়ে উত্তম)
* এসেছে নতুন শিশু ছেড়ে দিতে হবে স্থান (এ জগতে কেউ কারও জায়গা ছাড়ে না, আর কাউকে বিনামুল্যে কিছু দিলেও সে তার মুল্য বোঝে না। তাই উচিত ছিল, এসেছে নতুন শিশু, তাকে শিখাও ভালো কিছু, করে নিক জায়গা নিজের মত, গড়ে নিক ভাগ্য সবার মত।)
* ব্যার্থতাই সফলতার চাবিকাঠি (উচিত ছিল, ক্রমাগত চেস্টা করে যাওয়াই সফলতার চাবিকাঠি)

পৃথিবীর সবজাতিই উন্নত হচ্ছে শিক্ষায়, সভ্যতায়, প্রজুক্তিতে, আবিস্কারে, চেতনায় আর শুধুমাত্র আমরাই এক জাতি যাদের সব কিছুতেই অবনতি হচ্ছে ক্রমাগত নৈতিকতায় আদর্শে, দেশপ্রেমে, ঐক্যমত্যতায়, ভালোবাসায়, চিন্তায়। এর কারন আমরা পরিবর্তন বলতে শুধু অন্য জাতিকে অন্ধভাবে অনুসরন করা বুঝি, নিজেরা বুঝে কিছু করতে চাই না। আমরা নিজেদের ভালো নিজেরা বুঝলেও সবার সম্মিলিত ভালো বলতে কিছু বুঝি না। যে কেউ সহজেই উল্টা পাল্টা কিছু বুঝিয়ে তার স্বার্থ হাসিল করে নিতে পারে। পারবে না কেন? যারা জাতিগত ভাবে স্বার্থপর জাতি, তারা সব সময় নিজে বেশি উন্নত হতে চায়, আর সে লোভে পরে উন্নতি যতটুকু করতে পারে, অবনতি হয় তারচেয়ে বেশি। আমাদের নীতি একটাই, হয় নিজে উন্নত হও, না পারলে কাউকে উন্নত হতে দিও না। সেই জাতিই উন্নত হয়, যারা নিজেরা উন্নত হতে চায়, অপরকে সাহায্য করে উন্নত হতে।

আমরা সুশিক্ষিত হচ্ছি ঠিকই, কিন্তু কেউ স্বশিক্ষিত হচ্ছি না। প্রমথ চৌধুরী বলেছিলেন, "স্বশিক্ষিত মাত্রেই সুশিক্ষিত, কিন্তু সুশিক্ষিত মাত্রেই স্বশিক্ষিত নয়"। আমাদের সকলের চাওয়া হোক স্বশিক্ষিত হয়ে ভালো মনের বিবেকবান মানুষ হওয়া। তাহলেই আমাদের দেশ ভালো হয়ে যাবে। এটা সত্যি যে - "নিজে ভালো তো জগত ভালো"।

Post a Comment

Previous Post Next Post

Contact Form