স্বর্গ নরক

মরণ করে যায় সদা তাড়া,
সময় থাকে না দিতে সাড়া।
দাউ দাউ করে জ্বলে পুড়ে,
আয়ু যবে তার যায় ফুরে।
যত জীবন এলো আর গেল,
দুঃখ বিনে সুখ নাহি পেলো।
সদায় রাখলো দৌড়ের পর,
সময় দিলোনা রাখতে খবর।
মাটির আদম রৌপ্য পেলে,
স্বর্ণ লোভে ওঠে সে জ্বেলে।
শ্যামল পেলে চাহে প্রাসাদ,
প্রাসাদ পেলে ভিনগ্রহের সাধ।
জীবনের নেই কোন ঠিকানা,
জীবন রহে সদায় অন্ধ কানা।
ক্ষণিক রাজা ক্ষণিক গোলাম,
স্বর্গ নরক ক্ষণিকের ধরাধাম।

Post a Comment

Previous Post Next Post

Contact Form