মানুষ খুঁজে ফিরি

সমাজে মানুষ নাই যাহা আছে জনগণ,
মানুষ ছাড়া সমাজে থাকে কি হৃদয় মন ?
সেজেছে যারা গুরু রূপে আর চেহারায়,
কুশিক্ষার অবদানে কলুষ এসে দাঁড়ায়।
সুশিক্ষা গিয়েছে হারিয়ে বিবেক বর্জিত বলে,
কতটুক নন্দন থাকে অমানুষ সবাই হলে ?
কয়জনে করবে রোধ নীলের অসুর স্রোত ?
দানবের প্রখর থাবা সর্পের হিংসা ক্রোধ!
শকুনের নখে ঝোলে হৃদয়ের সে চিত্র,
শিয়ালের মিছে মায়া হতে পারে কি মিত্র ?
আমি এক ফেরারী বঙ্গ মা’র বুক চিরি,
শিয়াল শকুনের দেশে মানুষ খুঁজে ফিরি।

Post a Comment

Previous Post Next Post

Contact Form