একটি সুন্দর পৃথিবী সবাই চায়, তবে সুন্দর করতে কেউ চায় না। দশ হাজার টাকা বেতনের চাকরির জন্য দশ লাখ টাকা ঘুষ নেওয়া লোকটি বলে- একটি সৎ ও সুন্দর ঘুষ মুক্ত পৃথিবী চাই। টাকা কমতির জন্য অপারেশন না করা ডাক্তার মুখ উঁচিয়ে বলে- আমি মানবিক সুন্দর স্বাস্থ্যকর একটি পৃথিবী চাই। গাছপালা কেটে কারখানা তৈরি করা লোকটি বলে- আমি সুন্দর পরিবেশ একটি পৃথিবী চাই।খাবারে ভেজাল মেশানো লোকটি বলে- নির্ভেজাল সুন্দর একটি পৃথিবী চাই।অপরাধীর পক্ষ নিয়ে জয়লাভ করা উকিল ন্যায় ও পরায়ণ একটি পৃথিবী চাই। ধর্ষণ, মারামারি করা লোকগুলো জোর গলায় বলে- ধর্ষণ মুক্ত একটি সুন্দর পৃথিবী চাই।
সবাই সুন্দর পৃথিবী পেতে চায় কেউ করতে চায় না। পৃথিবীতো সুন্দরই, আমরাই তো অসুন্দর করে রেখেছি। এ দায় আমাদেরই। নিজেদের চিন্তা চেতনাকে বদলাতে হবে সুন্দর করতে হবে তাহলে পৃথিবী সুন্দর হয়ে যাবে। কেউ একজন এসে সুন্দর পৃথিবী হাতে তুলে দিয়ে যাবে না।