সংসারে একতরফা স্যাক্রিফাইস দাম্পত্য জীবনকে বিষিয়ে তুলে, বিয়েটা পারিবারিক ভাবেই হোক কিংবা প্রেমের বিয়ে। সংসার জীবনে পরস্পরের মধ্যে যখন একতরফা স্যাক্রিফাইসে একজনের মধ্যে তিক্ততা চলে আসে, তখন সংসার জীবন কেবলই নরকে পরিণত হয়।উদাসীন স্বভাবের জীবন সঙ্গীর সাথে নিজেকে মানিয়ে নেয়াটা খুবই কঠিন ব্যাপার! হয়তো মানিয়ে নেয়ার চেষ্টায় সবকিছু মেনে নিলেও একটা সময় হতাশা নেমে আসে জীবনে। অথচ দাম্পত্য জীবন চাইলেই কিন্তু সুখের হতে পারে। দুজনের স্যাক্রিফাইসের মাধ্যমে, দারুণ বোঝাপড়ার মাধ্যমে দাম্পত্য জীবন হতে পারে উপভোগ্য। পরস্পরের আত্মবিশ্বাস এবং আত্মত্যাগে সংসার হতে পারে শান্তির অভয়ারণ্য।
সংসারে প্রথম প্রথম একজন একতরফা ভাবে স্যাক্রিফাইস করে যায়, যাতে অপর মানুষটা তাকে বুঝতে পারে। কিন্তু যখন বারবার স্যাক্রিফাইস করার পরেও অপর মানুষটা উদাসীন থাকে, তখনই মানুষ তিক্ততা নিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায়। মানিয়ে নেয়া আর মেনে নেয়া দুটো সম্পূর্ণই আলাদা। মানুষ যখন সংসার জীবনে একতরফা স্যাক্রিফাইস করার পরেও শত হতাশায় নিজেকে মানিয়ে নেয়, কিন্তু মন থেকে তা কোনোদিনও মেনে নিতে পারে না। নীরব হতাশায় কিংবা অভিমানে সংসার করার ইচ্ছেটাই হারিয়ে ফেলে।