জী বন একটি প্রবাহমান নদীর মতো। কখনও উত্তাল স্রোত, কখনও বা স্রোতহীন। তবু এগিয়ে চলে নিজ কিনারা বেয়ে। চলার পথে কচুরীপানার কিছু বাধা, চরের মত কিছু পথ আটকাতে চায় বার বার। কখনও হয়ত চোরাবালি নিঃশেষ করে দিতে চায় জীবন নামক নদীর অববাহিকা। চারিদিক থেকে ছোঁড়া নোংরা আবর্জনা গুলো নদীকে যেমন ভরাট করে, তেমনি আমাদের আশপাশের কিছু মানুষের ব্যবহার আমাদের মনকেও কলুষিত করে। তারপরও এই নদীর পথ রুখে না। ঝর্ণার বিন্দু বিন্দু পানি প্রথমে নদীতে তারপর সাগরে গিয়ে মিশে, তেমনি আমাদের জীবনও প্রতিটি ধাপে নতুন করে এগিয়ে চলে। জীবন প্রদীপ যখন নিভু নিভু তখন আমরা অনুধাবন করতে শিখি- পথ চলতে কচুরীপানা, চর যদি বাধা না দিতো, প্রিয়জন আর প্রয়োজন এর তফাত টা হয়ত বুঝতাম না!
জোয়ার, ভাটা, ভাঙ্গা গড়ার এই খেলায় কত মানুষ আসে যায়। সত্যিকারের সম্পর্ক তো সেটাই- যা শেষ অবধি টিকে যায়। দূরে থেকেও যে অনুভব করতে পারে প্রিয়জনদের দীর্ঘশ্বাস। নীরবতার মাঝে যে খুজে পায় ভালোবাসা।