ঠকবাজ

ঠকবাজ
প্রতারক নাজমুন নাহার

কাউকে ঠকাতে বুদ্ধির প্রয়োজন হয় না, একটু বেঈমান হলেই হয়। কারো সাথে মিথ্যা বলতে খুব চালাক হতে হয় না, শুধু সত্যটা অস্বীকার করে নিজেকে মিথ্যুকের জায়গাটা দিয়ে দিলেই হয়। কাউকে ঠকিয়ে বা কারো সাথে প্রতারণা করে, প্রতারক নিজের ভাগ্যের সাথে এক অলিখিত চুক্তিতে স্বাক্ষর করে। যেখানে অদৃশ্য কালিতে লেখা থাকে তাকেও অন্য কারো কাছে ঠকতে হবে। একজন প্রতারক অন্যকে যতটুকু ঠকায় তার চেয়ে বেশি সে নিজেকে ঠকায়। সে আপনার সাথে প্রতারণা করলো, সে নিজের চরিত্রে নিজেই 'প্রতারক' সিলটা মেরে দিল। বলুন তো এতে কার বেশি ক্ষতি হল? আপনার ক্ষতিটা সাময়িক, কিন্তু প্রতারকের ক্ষতিটা চিরস্থায়ী। আজীবন সে প্রতারক হয়েই বেঁচে থাকবে। একটু বেশি লাভের আশায় দুধে পানি মিশিয়ে যে বিক্রেতা পকেট ভারি করে খুশিতে মাছ কিনতে যায়, সে নিজেও ফরমালিন যুক্ত মাছ কিনে অন্যকে ঠকানোর শাস্তিটা পেয়ে বাসায় ফিরতে হয়, পৃথিবীতে আপনি যা দিবেন তাই ফেরত পাবেন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form