আজব তুমি আজব আমি আজব আমার দেশ,
ভন্ড পীর আর ভন্ড মুরীদ করে দিলো শেষ।
গোপন রোগে খাচ্ছে খুঁড়ে পাইনা চোখে দেখিতে,
ধাওয়ার উপর পাল্টা ধাওয়া পাইনা কিছুই শিখিতে।
মাজার পূজা মূর্তি পুজা একই জিনিস ভাই,
মূর্তি থাকে খাঁড়া হয়ে মাজার সুয়ে তাই।
ইসলামকে চিনলেনা রে চিনলে বাবার চরন,
ভালো করে চিনবে রে ভাই হবে যখন মরন।
মিঠি সুন্নী ঠান্ডা সুন্নী করছো গরম সুন্নীর দাবি,
এই সুন্নীর অপব্যক্ষায় তোমরা জাহান্নামে যাবি।
ভন্ড পীর আর ভন্ড মুরীদ করে দিলো শেষ।
গোপন রোগে খাচ্ছে খুঁড়ে পাইনা চোখে দেখিতে,
ধাওয়ার উপর পাল্টা ধাওয়া পাইনা কিছুই শিখিতে।
মাজার পূজা মূর্তি পুজা একই জিনিস ভাই,
মূর্তি থাকে খাঁড়া হয়ে মাজার সুয়ে তাই।
ইসলামকে চিনলেনা রে চিনলে বাবার চরন,
ভালো করে চিনবে রে ভাই হবে যখন মরন।
মিঠি সুন্নী ঠান্ডা সুন্নী করছো গরম সুন্নীর দাবি,
এই সুন্নীর অপব্যক্ষায় তোমরা জাহান্নামে যাবি।
Tags
ছড়া-কবিতা