সকল সৃষ্টির সুন্দর বানালেন তোমাকে যে,
গৌরবে গৌরবান্বিত হলেন সৃষ্টিতে সে।
ঝলকে পলকে উঠিল রবি নূরে সৃষ্টির সবই,
তারই সুবাসে সুবাসিত হলো তামাম দুজাহান।
তুমিই চাঁদ তুমিই সুর্য্য তুমিই আকাশের তারা,
নূরের খুটিতে আল্লাহ্ আসমান রেখেছেন খাড়া।
পূর্ন বিশ্বাসে এই কালিমা পরে যদি কেউ এ ভবে,
অনন্ত দিনের সুন্দর জান্নাত পুরস্কার সে পাবে।
কালিমা স্রষ্টার বানী পড়িবে যে-জন,
আনন্দ উল্লাসে থাকিবে তারা অনন্ত জীবন।
গৌরবে গৌরবান্বিত হলেন সৃষ্টিতে সে।
ঝলকে পলকে উঠিল রবি নূরে সৃষ্টির সবই,
তারই সুবাসে সুবাসিত হলো তামাম দুজাহান।
তুমিই চাঁদ তুমিই সুর্য্য তুমিই আকাশের তারা,
নূরের খুটিতে আল্লাহ্ আসমান রেখেছেন খাড়া।
পূর্ন বিশ্বাসে এই কালিমা পরে যদি কেউ এ ভবে,
অনন্ত দিনের সুন্দর জান্নাত পুরস্কার সে পাবে।
কালিমা স্রষ্টার বানী পড়িবে যে-জন,
আনন্দ উল্লাসে থাকিবে তারা অনন্ত জীবন।
Tags
ছড়া-কবিতা