এখন আর হয়না মিছিল শহর বন্দর নগরে,
হয়না লাঠিপেটা অধিকার আদায়ের বহরে।
পুলিশের তাড়া খেয়ে হয়না পলায়ন অপরাধীর,
সরকারি দপ্তরে আজ নেই কোন বালিশ কাহিনী-
রক্ষা কবজে বাঁধে সবে নিজেই নিজের প্রাণখানি।
এখন আর নেই প্রয়োজন কোন ওয়াজীর,
মৃত্যুর ভয়ে ভীত গুনাহগার হাতে তজবীর।
এখন আর হয়না মুহুর্মুহু করতালি খেলার মাঠে,
হয়না লোক সমাগম ঘাটে মাঠে কিংবা হাঁটে।
যায়না দেখা এখন আর পর্যটন কেন্দ্রের ভীড়,
হয়না খাওয়া গোঁফে তেল দিয়ে দাওয়াতি ক্ষীর।
এখন আর নেই খালেদা হাসিনা মোদি আলোচনায়,
তাবত দুনিয়া আজ ভীত নোভেল করোনায়,
এখন প্রার্থনায় রত সবে আপন আপন স্রষ্টায়।
হয়না লাঠিপেটা অধিকার আদায়ের বহরে।
পুলিশের তাড়া খেয়ে হয়না পলায়ন অপরাধীর,
সরকারি দপ্তরে আজ নেই কোন বালিশ কাহিনী-
রক্ষা কবজে বাঁধে সবে নিজেই নিজের প্রাণখানি।
এখন আর নেই প্রয়োজন কোন ওয়াজীর,
মৃত্যুর ভয়ে ভীত গুনাহগার হাতে তজবীর।
এখন আর হয়না মুহুর্মুহু করতালি খেলার মাঠে,
হয়না লোক সমাগম ঘাটে মাঠে কিংবা হাঁটে।
যায়না দেখা এখন আর পর্যটন কেন্দ্রের ভীড়,
হয়না খাওয়া গোঁফে তেল দিয়ে দাওয়াতি ক্ষীর।
এখন আর নেই খালেদা হাসিনা মোদি আলোচনায়,
তাবত দুনিয়া আজ ভীত নোভেল করোনায়,
এখন প্রার্থনায় রত সবে আপন আপন স্রষ্টায়।
Tags
ছড়া-কবিতা