মূর্খ রাজার শাসন কালে,
শিক্ষিতরা কি হয় সম্মানি?
যখন তখন মূর্খ রাজা কথায় কথায়,
হুকুম জারি করেন মানহানি।
থাকে দেশের মূর্খ সমাজ ভারি খুশি,
কারণ রাজা মূর্খ হলেও সম্মানি।
তখন আসল সম্মানিত শিক্ষিত সমাজ,
লজ্জায় ও ভয়েতে থাকে চোপসানি।
যখন দেশের মূর্খ রাজার মূর্খামিতে হয়,
সকল দেশের লোকের হয়রানি।
তখন দেশের মূর্খ রাজা হেসে বলেন,
এসব হচ্ছে কেন? আমি সব জানি।
বলে যারাই কলঙ্কিত করছে এ দেশ,
পোশাক দেখে তাদের যায় চেনা।
তাই আমি রাজা হওয়ার পরে থেকেই,
পোশাক হয় বিদেশ থেকে কেনা।
যখন দেশের মূর্খ রাজার শাসন কালে,
দেশের জনগণ হারিয়ে জ্ঞান হয় দিকবিদিক।
দেশের যত ন্যায় নীতি ও বিচার আচার,
তখন করতে থাকে দেশের যত সাংবাদিক।
দেশের মূর্খ রাজার রাজনীতিতে,
দেশের যত সব গুন্ডারাও যোগদান।
না থাক, শিক্ষা দিক্ষা বা যোগ্যতা কিছু,
তবুও করে রাজনীতি পায় যোগ্য সম্মান।
শিক্ষিতরা কি হয় সম্মানি?
যখন তখন মূর্খ রাজা কথায় কথায়,
হুকুম জারি করেন মানহানি।
থাকে দেশের মূর্খ সমাজ ভারি খুশি,
কারণ রাজা মূর্খ হলেও সম্মানি।
তখন আসল সম্মানিত শিক্ষিত সমাজ,
লজ্জায় ও ভয়েতে থাকে চোপসানি।
যখন দেশের মূর্খ রাজার মূর্খামিতে হয়,
সকল দেশের লোকের হয়রানি।
তখন দেশের মূর্খ রাজা হেসে বলেন,
এসব হচ্ছে কেন? আমি সব জানি।
বলে যারাই কলঙ্কিত করছে এ দেশ,
পোশাক দেখে তাদের যায় চেনা।
তাই আমি রাজা হওয়ার পরে থেকেই,
পোশাক হয় বিদেশ থেকে কেনা।
যখন দেশের মূর্খ রাজার শাসন কালে,
দেশের জনগণ হারিয়ে জ্ঞান হয় দিকবিদিক।
দেশের যত ন্যায় নীতি ও বিচার আচার,
তখন করতে থাকে দেশের যত সাংবাদিক।
দেশের মূর্খ রাজার রাজনীতিতে,
দেশের যত সব গুন্ডারাও যোগদান।
না থাক, শিক্ষা দিক্ষা বা যোগ্যতা কিছু,
তবুও করে রাজনীতি পায় যোগ্য সম্মান।
Tags
ছড়া-কবিতা