সন্তান

জন্ম দি‌লেন পিতা আর লালন ক‌রেন মাতা,
বৃদ্ধ কা‌লে সন্তা‌নে বলে যত্ত ছাতা পাতা।
খুললে ডাই‌রীর পাতা দেখ‌বে স‌বে সেঁথা,
ত্রাতার ভূ‌মিকায় ‌ছিল তোমার পিতামাতা।

মধ্যরা‌তে উঠতে জে‌গে প্রকৃ‌তিরই ডা‌কে,
‌তোমার মা উঠ‌তো জে‌গে ঘুম‌ পা‌শে রে‌খে।
আজ‌কে যখন মধ্যরা‌তে বৃদ্ধ মা জা‌গে,
ফুঁস‌তে থাকো তুমি অনেক বে‌শি রাঁগে‌।

সন্তা‌ন যখন ধরে বায়না বা‌হির পা‌নে যে‌তে,
ফাষ্টফুড জাঙ্কফুড কিংবা বা‌হিরখানা খে‌তে।
বায়না তু‌মি পূরণ ক‌র আন‌ন্দে‌তে মে‌তে,
মা‌য়ের করা বায়নাগু‌লো কাঁটাও অজুহা‌তে।

সন্তা‌নের আবোল তা‌বোল লা‌গে মধুর মতো,
মা‌য়ের বলা কথাগু‌লো আবর্জনা য‌তো।
সন্তা‌নের স‌র্দি কাঁশি‌ পথ্য আনো ক‌তো,
বৃদ্ধা মা‌য়ের চি‌কিৎসায় অব‌হেলায় রত।

সন্তান তোমার অবুঝ মা তোমার অসহায়,
সন্তা‌নের যত্ন তোমার অযত্ন মা‌য়ের বেলায়।
মা‌য়ের যখন শ‌ক্তি ছি‌লো ছি‌লোনা কিছু চাওয়ার,
মা‌য়ের সেবায় হয় যে‌নো অধিকার জান্নাত পাওয়ার।

Post a Comment

Previous Post Next Post

Contact Form