প্রভু তুমি আজ ঘুরে ফিরে চাও,
মানুষে মানুষে জ্ঞান ফিরে দাও।
থেমে গেছে আজ পৃথিবীর তান,
থেমে গেছে সব পাখিদের গান।।
ধরা থমথম থেমে গেছে গতি,
খুশি কমকম সবখানে ভীতি।
দুনিয়াটা আজ হিমেল বরফ,
ঝাপসা হয়েছে মনের হরফ।।
তুমি জানো প্রভু আমাদের কথা,
বুঝে নাও সব হৃদয়ের ব্যথা যথা।
আমরা শুধুই আফসোস করি,
আহাজারি করি দিনরাত ভরি।।
পাশে ঠেলি সব কারণ অকারণ,
মানিনা তোমার কোনো নিবারণ।
তোমারেই দোষি শুধু রাতদিন,
হাতজোড় করি ঠেকে একদিন।।
তুমি ছাড়া নেই আমাদের কেউ,
হৃদয়ে ব্যাথার ভয়ানক ঢেউ।
আমাদের মাঝে কঠিন ধকল,
দূর করে দাও রিপুর দখল।।
অসহায় মোরা যাহা কিছু চাই,
তোমার কাছে সব যেনো পাই।
আমাদের দাবি ফিরে দাও ত্বরা,
অনাবিল রূপ অনাবিল ধরা।।
মানুষে মানুষে জ্ঞান ফিরে দাও।
থেমে গেছে আজ পৃথিবীর তান,
থেমে গেছে সব পাখিদের গান।।
ধরা থমথম থেমে গেছে গতি,
খুশি কমকম সবখানে ভীতি।
দুনিয়াটা আজ হিমেল বরফ,
ঝাপসা হয়েছে মনের হরফ।।
তুমি জানো প্রভু আমাদের কথা,
বুঝে নাও সব হৃদয়ের ব্যথা যথা।
আমরা শুধুই আফসোস করি,
আহাজারি করি দিনরাত ভরি।।
পাশে ঠেলি সব কারণ অকারণ,
মানিনা তোমার কোনো নিবারণ।
তোমারেই দোষি শুধু রাতদিন,
হাতজোড় করি ঠেকে একদিন।।
তুমি ছাড়া নেই আমাদের কেউ,
হৃদয়ে ব্যাথার ভয়ানক ঢেউ।
আমাদের মাঝে কঠিন ধকল,
দূর করে দাও রিপুর দখল।।
অসহায় মোরা যাহা কিছু চাই,
তোমার কাছে সব যেনো পাই।
আমাদের দাবি ফিরে দাও ত্বরা,
অনাবিল রূপ অনাবিল ধরা।।
Tags
ছড়া-কবিতা