পাখি বলে গেল আঁখি খোলো, জীবনের কয়েকদিন আর বাকি
চোখ মেলে দেখো স্বাধীন আমরা, তোমরা খাঁচায় বন্দি নাকি?
অবারিত আকাশে মুক্ত ডানায়, ভর করে উড়ে চলেছি
নেই কোন বিমান শুনি না কলরব, কোথায় লুকালো খুঁজেছি।
কে দেবে মাগো এমন এক দেশ, সবাই সত্যি কথা বলবে
পথ হারাবে না পান্থ বিজনে, জীবনের মূল্য সে যে বুঝবে?
বাংলার আকাশে ঘোর দুর্যোগ আজ, মাঝি মাল্লা ধরো হাল শক্ত হাতে
একাত্তরে গেল মানুষের জীবন, আজ করোনা এসেছে কেঁড়ে নিতে।
তুমি আমি সাধারন রোগটি অসাধারণ, লড়াইটা যে আঁধারে
চিকিৎসা যার হাতে সুরক্ষিত করো তারে, লড়ে যাবে শক্তি ধরে।
করোনার হাঁচি কাশি বাতাসে যে রয় বেশে, প্রহর করে পার
কতজনে ঘুরে আক্রান্ত হয়ে, অষ্ট প্রহর সে বাতাস বিষে ভার।
সতেরো কোটি প্রাণে রেখো মা অন্ন, বাংলার এই দুর্যোগে
এদেশের ভাগ্যে আছে দৈন্য-দুর্দশা, কত না যুগে যুগে।
ছেলে আছে বিদেশে কাজ নেই এদেশে, মা বুকে পাথর চেপে
মা বলে খোকা তুই সাবধানে থাকবি, করোনার দূরত্ব মেপে।
মনতো মানে না কি ভুল করলাম, এসেছিলাম দূর বিদেশে
এ জীবন সে যে বড় প্রিয়জন, খোদা জানে কি হবে শেষে?
খোকা বলে- মা তুমি একদম ভেবো না, আমি তো খুব ভালো আছি
খেয়েছে কি খায়নি সে তো আর বলেনি, এদেশে ভাতে মাছে পড়লো মাছি?
শ্রমিক যত আছে কষে কষে পিষে মারে, কাজ করে করে সে শ্রান্ত
মায়ের ঝরে অশ্রু করবে কে শুশ্রুষা, খোকা ফিরে এলে হবে শান্ত।
করোনার বিভাজন বিন্যাস, গণনাপ্রনালী সবই করা আছে আয়োজন
মহাশক্তির খেলা যত ক্ষমতাকেন্দ্রিক, তাই আজ তার প্রয়োজন।
চোখ মেলে দেখো স্বাধীন আমরা, তোমরা খাঁচায় বন্দি নাকি?
অবারিত আকাশে মুক্ত ডানায়, ভর করে উড়ে চলেছি
নেই কোন বিমান শুনি না কলরব, কোথায় লুকালো খুঁজেছি।
কে দেবে মাগো এমন এক দেশ, সবাই সত্যি কথা বলবে
পথ হারাবে না পান্থ বিজনে, জীবনের মূল্য সে যে বুঝবে?
বাংলার আকাশে ঘোর দুর্যোগ আজ, মাঝি মাল্লা ধরো হাল শক্ত হাতে
একাত্তরে গেল মানুষের জীবন, আজ করোনা এসেছে কেঁড়ে নিতে।
তুমি আমি সাধারন রোগটি অসাধারণ, লড়াইটা যে আঁধারে
চিকিৎসা যার হাতে সুরক্ষিত করো তারে, লড়ে যাবে শক্তি ধরে।
করোনার হাঁচি কাশি বাতাসে যে রয় বেশে, প্রহর করে পার
কতজনে ঘুরে আক্রান্ত হয়ে, অষ্ট প্রহর সে বাতাস বিষে ভার।
সতেরো কোটি প্রাণে রেখো মা অন্ন, বাংলার এই দুর্যোগে
এদেশের ভাগ্যে আছে দৈন্য-দুর্দশা, কত না যুগে যুগে।
ছেলে আছে বিদেশে কাজ নেই এদেশে, মা বুকে পাথর চেপে
মা বলে খোকা তুই সাবধানে থাকবি, করোনার দূরত্ব মেপে।
মনতো মানে না কি ভুল করলাম, এসেছিলাম দূর বিদেশে
এ জীবন সে যে বড় প্রিয়জন, খোদা জানে কি হবে শেষে?
খোকা বলে- মা তুমি একদম ভেবো না, আমি তো খুব ভালো আছি
খেয়েছে কি খায়নি সে তো আর বলেনি, এদেশে ভাতে মাছে পড়লো মাছি?
শ্রমিক যত আছে কষে কষে পিষে মারে, কাজ করে করে সে শ্রান্ত
মায়ের ঝরে অশ্রু করবে কে শুশ্রুষা, খোকা ফিরে এলে হবে শান্ত।
করোনার বিভাজন বিন্যাস, গণনাপ্রনালী সবই করা আছে আয়োজন
মহাশক্তির খেলা যত ক্ষমতাকেন্দ্রিক, তাই আজ তার প্রয়োজন।