শিশু কালেই ভালো ছিলাম ছিল না শাসন,
ইচ্ছা মতো ছোটাছুটি মায়ের কোলে আসন।
চিন্তা ছাড়া জীবন ছিল মুখে ছিল হাসি,
সবকিছুতে ভালো ছিলাম সখে বাজায় বাঁশি।
সবার আগে ডাক ছিল সবার আগে ভাগ,
এদিক-সেদিক একটু গেলে হতো কি যে জাকঁ।
মায়ের কোলে ঘুমটি ছিল কি যে পরম শান্তি,
সবার সাথে ভাবটি ছিল হতো না বিভ্রান্তি।
কোনো কিছুর লোভ ছিলনা ছিলাম কত বোকা,
বড় হয়ে কি যে ভুল করেছি পেয়েছি শুধু ধোঁকা।
ইচ্ছা মতো ছোটাছুটি মায়ের কোলে আসন।
চিন্তা ছাড়া জীবন ছিল মুখে ছিল হাসি,
সবকিছুতে ভালো ছিলাম সখে বাজায় বাঁশি।
সবার আগে ডাক ছিল সবার আগে ভাগ,
এদিক-সেদিক একটু গেলে হতো কি যে জাকঁ।
মায়ের কোলে ঘুমটি ছিল কি যে পরম শান্তি,
সবার সাথে ভাবটি ছিল হতো না বিভ্রান্তি।
কোনো কিছুর লোভ ছিলনা ছিলাম কত বোকা,
বড় হয়ে কি যে ভুল করেছি পেয়েছি শুধু ধোঁকা।