ঠেলার নাম বাবাজী

আমাদের বাংলাদেশে গাধার চাষ না হওয়ায় এতদিন জানা ছিল না, গাধাকে জোর করে ঘরে ঢোকাতে হয়, গাধা নিজে স্বেচ্ছায় ঘরে ঢুকতে চায় না বলে।
ঠেলার নাম বাবাজী | আমির হোসেন ব্লগ
গাধার এই চরিত্র জানার পর এখন কিছু মানুষও তাকে অনুসরন করতে শুরু করেছে। পাছার উপর লাঠির বাড়ি দিয়েও ঘরে ঢোকানো যাচ্ছে না। প্রথম দিকে বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রনায়কেরা করোনাকে পাত্তাই দেয়নি। বিমানের পাখায় চড়ে মানুষ বহুদিন যাবত পাখির মত দেশ-বিদেশে ঘুরে বেড়িয়েছে। ঘরে আর তার মন বসে না। প্রকৃতির সব কিছু সে গ্রাস করে এগিয়ে চলতে চায়। আমরা গর্ব করে বলি- “নিউইয়র্ক শহর কখনো ঘুমায় না”। করোনার মৃত্যুের থাবায় নিউইয়র্ক শহর এখন গভীর ঘুমে অচেতন। বিশ্বের দুইশত দেশের মানুষ আজ চিরনিদ্রার ভয়ে ভীত। লকডাউন চলছে দেশে দেশে।

এখন কথা হলো, বাংলাদেশে খেটে খাওয়া দিন মজুর মানুষগুলো ক্ষুধার জন্যে কেউ মৃত্যুর মিছিলে সম্পৃক্ত হলেও যারা অমাবস্যার রাতে চাঁদের বুড়ি খুঁজতে রাস্তায় বের হয়, তাদেরকে ঘরে ঢোকাবে কে?

Post a Comment

Previous Post Next Post

Contact Form