এক মুরগি কাউয়ার পেছনে সারাদিন ইলেকশনের শ্লোগান দিয়ে কুড়িটা টাকা পেয়েছে। সন্ধ্যাবেলা এক চালাক ঘুঘুর সাথে নির্বাচনের খবর দেখার জন্য নির্ঘুম চোখে বসে আছে টিভির সামনে। হঠাৎ টিভিতে দেখাচ্ছে- সারাজীবন ধরে কা কা করে এক কাক মনোনয়ন লাভের আশায় হাম্বা হাম্বা ডাকের প্রেকটিস করতেছে।
ঘুঘু বললো- আমি কসম করে বলতে পারি- কাওয়া এবার হাম্বা হাম্বা ডাক দিবেই দিবে।
মুরগি বললো- সারা জীবন যা দেখে আসছি। তা বদলাবে ক্যামনে? এটা একেবারেই অসম্ভব। এই নাও বাজি দরলাম বিশ টাকা।
মুরগির কথা শেষ না হতেই কাউয়া কা কা করতে করতেই শুরু করলো হাম্বা হাম্বা বলে চিৎকার। এমন চিৎকার শুরু করলো- সারা জগতের গরু সারা জীবনেও এমন হাম্বা হাম্বা করেনি।
বাংলার কাক হাম্বা হাম্বা করছে এই বিশাল নিউজ এখন বিভিন্ন মিডিয়া, টিভি চ্যানেলে।
মুরগি বললো- হাইরা গেলাম, এই নাও তোমার বিশ টাকা।
ঘুঘু বললো- সবার সাথে ঘুঘুগিরি করলেও তোর সাথে করুম না। আসলে এই খবরটা আমি পাঁচটার সংবাদেই দেখেছিলাম। এক কাক হাম্বা হাম্বা করে ডাকছে।
মুরগি বললো- আমিও পাঁচটার সংবাদ দেখেছিলাম ওস্তাদ। আর সেই জন্যইতো বিশ টাকা বাজি ধরে নিশ্চিত ছিলাম- কাউয়া নিজের স্বগোত্রীয় ডাক কা কা বাদ দিয়ে, দ্বিতীয়গোত্রীয় হাম্বা হাম্বা করবেনা।
ঘুঘু বললো- বছরের পর বছর কাউয়ার পেছনে শ্লোগান দিয়ে বিশ টাকা কামাবি। আর সারাজীবন- এভাবে মুরগিই রয়েই যাবে। কিন্তু আফসোস কোনোদিন ঘুঘু হতে পারবে না।
ঘুঘু বললো- আমি কসম করে বলতে পারি- কাওয়া এবার হাম্বা হাম্বা ডাক দিবেই দিবে।
মুরগি বললো- সারা জীবন যা দেখে আসছি। তা বদলাবে ক্যামনে? এটা একেবারেই অসম্ভব। এই নাও বাজি দরলাম বিশ টাকা।
মুরগির কথা শেষ না হতেই কাউয়া কা কা করতে করতেই শুরু করলো হাম্বা হাম্বা বলে চিৎকার। এমন চিৎকার শুরু করলো- সারা জগতের গরু সারা জীবনেও এমন হাম্বা হাম্বা করেনি।
বাংলার কাক হাম্বা হাম্বা করছে এই বিশাল নিউজ এখন বিভিন্ন মিডিয়া, টিভি চ্যানেলে।
মুরগি বললো- হাইরা গেলাম, এই নাও তোমার বিশ টাকা।
ঘুঘু বললো- সবার সাথে ঘুঘুগিরি করলেও তোর সাথে করুম না। আসলে এই খবরটা আমি পাঁচটার সংবাদেই দেখেছিলাম। এক কাক হাম্বা হাম্বা করে ডাকছে।
মুরগি বললো- আমিও পাঁচটার সংবাদ দেখেছিলাম ওস্তাদ। আর সেই জন্যইতো বিশ টাকা বাজি ধরে নিশ্চিত ছিলাম- কাউয়া নিজের স্বগোত্রীয় ডাক কা কা বাদ দিয়ে, দ্বিতীয়গোত্রীয় হাম্বা হাম্বা করবেনা।
ঘুঘু বললো- বছরের পর বছর কাউয়ার পেছনে শ্লোগান দিয়ে বিশ টাকা কামাবি। আর সারাজীবন- এভাবে মুরগিই রয়েই যাবে। কিন্তু আফসোস কোনোদিন ঘুঘু হতে পারবে না।
Tags
জীবন