চোরে নাকি মায়ের কানের সোনাও করে চুরি,
এমন চোরের মিলছে দেখা এখন ভুরি ভুরি।
করোনার এই প্রলয়ে যখন মরছে মানুষ রোজ,
লুটেরা সেই হায়েনা গুলো করছে সুযোগ খোঁজ।
গরীব দুঃখীর জন্য যখন আসছে দেশে ত্রাণ,
রক্তচোষা ডাকাত গুলো পাচ্ছে নাকে ঘ্রাণ।
ত্রাণের বস্তা যাচ্ছে পাওয়া বড় নেতার বাড়ী,
তাদের এসব কাজের জন্য ইবলিসও দেয় আঁড়ি।
জনপ্রতিনিধি সেজে দেখো ঘুরছে অনেক চোর,
তাদের জন্য আসবে গজব আধাঁর কালো ঘোর।
এমন চোরের মিলছে দেখা এখন ভুরি ভুরি।
করোনার এই প্রলয়ে যখন মরছে মানুষ রোজ,
লুটেরা সেই হায়েনা গুলো করছে সুযোগ খোঁজ।
গরীব দুঃখীর জন্য যখন আসছে দেশে ত্রাণ,
রক্তচোষা ডাকাত গুলো পাচ্ছে নাকে ঘ্রাণ।
ত্রাণের বস্তা যাচ্ছে পাওয়া বড় নেতার বাড়ী,
তাদের এসব কাজের জন্য ইবলিসও দেয় আঁড়ি।
জনপ্রতিনিধি সেজে দেখো ঘুরছে অনেক চোর,
তাদের জন্য আসবে গজব আধাঁর কালো ঘোর।
Tags
ছড়া-কবিতা