কিভাবে বেঁচে থাকে?

আরব দেশের মরুভূমি গুলোতে গ্রীষ্মকালে তাপমাত্রা ৩৭ থেকে ৫১ ডিগ্রি প্রচন্ড গরমে তুমুল বালুর ঝড় তুফান হওয়ার রেওয়াজ বহুদিনের। মরুভূমির রুক্ষ পরিবেশে বৈচিত্র্যময় গাছের দেখা যেমন মেলে।
মরুভূমিতে গাছ কিভাবে বেঁচে থাকে? ,desert-tree_01 | আমির হোসেন
শীতকালে আরব দেশ গুলোতে বৃষ্টি হয়।  শুষ্ক মরুভূমি অঞ্চলের মাটি ভিজে তখন নানা উদ্ভিদ জন্মে। মরুভূমিতর কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য এসব গাছ প্রয়োজন মতো নিজেদের অভিযোজিত করে। দিনের বেলা মরুর প্রচন্ড গরমে বা তীব্র শীতে কিংবা যে সময়টায় পানি বা খাদ্যের অভাব থাকে, তখন এসব গাছ গুলো ঠিকই সেই পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে।
মরুভূমিতে গাছ কিভাবে বেঁচে থাকে, desert-tree_02 | আমির হোসেন
পৃথিবীর কোন গাছ পানি ছাড়া বেঁচে থাকতে পারে না। মরুভূমির গাছ ও এর ব্যতিক্রম নয়। খুব সংক্ষেপে বলতে গেলে, সেখানকার ইকো সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। মরুভূমির কিছু গাছেদের শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত যায় এবং সেখান থেকে প্রয়োজনীয় পানি আহরণ করে। কিছু গাছ আবার বাতাসের জলীয়বাষ্প থেকে পানির যোগান নেয়। অন্যদিকে কিছু গাছ বছরের পর বছর বৃষ্টির জন্য অপেক্ষা করে, বৃষ্টি আসার পরেই তারা দ্রুত ফুল-ফল দিয়ে মারা যায়। তাদের বীজ থেকে নতুন গাছ জন্মায় ও বেড়ে ওঠে। কিছু গাছের স্পঞ্জের মত ডালপালা থাকে, যেগুলি বৃষ্টির সময় পানি সঞ্চয় করে ফেলে বহু দিনের জন্য।

Post a Comment

Previous Post Next Post

Contact Form