গ্রামের কৃষক রহিম চাচা চেয়ে আকাশ পানে,
ভাবেন তিনি দুঃখ ঘুচাবেন গোলা ভরা ধানে।
সবুজ শ্যামল জমিতে তার হয়েছে অনেক ধান,
এইবার বুঝি রক্ষা পাবে আমার হারানো সম্মান।
গত বছর গ্রামীন ব্যাংক থেকে নিয়েছে ঋণ,
কথা দিয়ে ছিল লাগবে আর মাত্র কিছু দিন।
ছোট খোকা বায়না ধরেছে লাগবে নতুন জামা,
সকল চাওয়া পূরণ হবে এবার আবদার থামা।
গিন্নী ডেকে বলে দিয়েছে ঘরে কোন কিছু নাই,
কথা দিয়েছে ধান বেঁচে ঘরে আনবো সদাই।
ধানের আঁটি নিয়ে আমি হাটে যখন এলাম,
সাথে সাথে আমি তখন খেই হারিয়ে গেলাম।
শুনতে পেলাম ধানের কেজি মাত্র নাকি বারো,
তাহলে কি দুঃখের বোঝা ভারী হবে আরো?
অবশেষে রিক্ত হস্তে বাড়ির পথে এলাম,
সব হারিয়ে নিঃস্ব আমি পথে বসে গেলাম।
প্রতি বছর যদি না পাই মোদের ন্যায্য দাম,
তবে কেন ঝরবে মোদের ফোটা ফোটা ঘাম?
ভাবেন তিনি দুঃখ ঘুচাবেন গোলা ভরা ধানে।
সবুজ শ্যামল জমিতে তার হয়েছে অনেক ধান,
এইবার বুঝি রক্ষা পাবে আমার হারানো সম্মান।
গত বছর গ্রামীন ব্যাংক থেকে নিয়েছে ঋণ,
কথা দিয়ে ছিল লাগবে আর মাত্র কিছু দিন।
ছোট খোকা বায়না ধরেছে লাগবে নতুন জামা,
সকল চাওয়া পূরণ হবে এবার আবদার থামা।
গিন্নী ডেকে বলে দিয়েছে ঘরে কোন কিছু নাই,
কথা দিয়েছে ধান বেঁচে ঘরে আনবো সদাই।
ধানের আঁটি নিয়ে আমি হাটে যখন এলাম,
সাথে সাথে আমি তখন খেই হারিয়ে গেলাম।
শুনতে পেলাম ধানের কেজি মাত্র নাকি বারো,
তাহলে কি দুঃখের বোঝা ভারী হবে আরো?
অবশেষে রিক্ত হস্তে বাড়ির পথে এলাম,
সব হারিয়ে নিঃস্ব আমি পথে বসে গেলাম।
প্রতি বছর যদি না পাই মোদের ন্যায্য দাম,
তবে কেন ঝরবে মোদের ফোটা ফোটা ঘাম?
Tags
জীবন