কত লক্ষ কোটি মাইল রাস্তা ভেঙ্গেছে গড়েছে মানুষেই আবার,
কত বাড়ি কত নারী পুরুষ খেয়েছে কত অসংখ্য খাবার দাবার।
হাজারো মানুষ বছরের পর বছর করেছে কত নষ্ট ফসল,
কত নদী শুকিয়ে হয়েছে জনপদ আবার ভেঙ্গেছে বন্যার ঢল।
কত যুদ্ধ হয়ে- সাম্রাজ্যের সাথে সাথে সন্ধ্যায় হয়েছে নিঃশেষ,
হাজার কোটি মানুষের স্বপ্ন শুরু হয়ে সেই কবে হয়ে গেছে শেষ।
বনিকের জাহাজ রত্ন নিয়ে ডুবে গেল সাত সাগর তের নদীর বুকে,
অরণ্যচারী মানুষ গৃহস্থ হয়ে জন্মালো মরে গেলো ধুঁয়া ফুঁকে ফুঁকে।
পিঁপড়ের দলের মতো সারি বেঁধে হেটে গেলো একে অন্যের পিছু পিছু,
পিরামিড গড়ে ফেরাউন অমরতা পেলো না ভেঙ্গে গেলো উঁচু নিচু।
পিপড়ার মতো শুধু জন্মেছে মরেছে কেউ অন্ধ উঁই পোকার মতো হয়ে,
সময়ের আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে গেছে চুনা পাথরের মতো ক্ষয়ে ক্ষয়ে।
পিঁপড়ার ঢিবির মতো সেই পিরামিড সেই আলেকজান্দ্রিয়া প্রাসাদ,
বিলাসিতায় সাম্রাজ্য জীবন কেবল আকণ্ঠ ভোগ করার পরম স্বাদ।
সূর্য্যকে দেবতা ভেবেছে যারা সূর্য্য ডুবে গেলে তারা পথ ভুলে যায়,
অন্ধ উঁই পোকা যেমন গৃহত্যাগী হয় না কখনো আষাঢ় পূর্ণিমায়।
কত বাড়ি কত নারী পুরুষ খেয়েছে কত অসংখ্য খাবার দাবার।
হাজারো মানুষ বছরের পর বছর করেছে কত নষ্ট ফসল,
কত নদী শুকিয়ে হয়েছে জনপদ আবার ভেঙ্গেছে বন্যার ঢল।
কত যুদ্ধ হয়ে- সাম্রাজ্যের সাথে সাথে সন্ধ্যায় হয়েছে নিঃশেষ,
হাজার কোটি মানুষের স্বপ্ন শুরু হয়ে সেই কবে হয়ে গেছে শেষ।
বনিকের জাহাজ রত্ন নিয়ে ডুবে গেল সাত সাগর তের নদীর বুকে,
অরণ্যচারী মানুষ গৃহস্থ হয়ে জন্মালো মরে গেলো ধুঁয়া ফুঁকে ফুঁকে।
পিঁপড়ের দলের মতো সারি বেঁধে হেটে গেলো একে অন্যের পিছু পিছু,
পিরামিড গড়ে ফেরাউন অমরতা পেলো না ভেঙ্গে গেলো উঁচু নিচু।
পিপড়ার মতো শুধু জন্মেছে মরেছে কেউ অন্ধ উঁই পোকার মতো হয়ে,
সময়ের আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে গেছে চুনা পাথরের মতো ক্ষয়ে ক্ষয়ে।
পিঁপড়ার ঢিবির মতো সেই পিরামিড সেই আলেকজান্দ্রিয়া প্রাসাদ,
বিলাসিতায় সাম্রাজ্য জীবন কেবল আকণ্ঠ ভোগ করার পরম স্বাদ।
সূর্য্যকে দেবতা ভেবেছে যারা সূর্য্য ডুবে গেলে তারা পথ ভুলে যায়,
অন্ধ উঁই পোকা যেমন গৃহত্যাগী হয় না কখনো আষাঢ় পূর্ণিমায়।
Tags
ছড়া-কবিতা