মানুষ সৃষ্টির সেরা জীব

মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ যেহেতু প্রাণী, অন্যান্য প্রানীর সঙ্গে মানুষের নানা দিক দিয়ে সাদৃশ্য আছে। তবে মানুষ এমন কতকগুলো গুনেরও অধিকারী যে গুনগুলো অন্য কোন প্রানীর মধ্যে নেই। মানুষের উন্নত সমাজ আছে, পরিকল্পিত জীবন যাপনের প্রয়াস আছে, ভবিষ্যৎ ভাবনা আছে, সজ্ঞান সচেতন সতর্ক অভিব্যক্তি ও নতুন সৃষ্টির সামর্থ্য আছে। মানুষের মধ্যে স্নেহ, প্রীতি, শ্রদ্ধা, ভক্তি আছে, সৌহার্দের বোধ আছে, খ্যাতি ও ক্ষমতার বাসনা আছে, লোভ আছে, সংযমের আকাঙ্ক্ষা আছে, নৈতিক চেতনা আছে। “জোর যার মুল্লুক তার” এ রীতি মনুষ্য সমাজে স্বাভাবিক নয়। অন্যায় অনাচার অসংযম ও যথেচ্ছাচারও মনুষ্য সমাজে শোভন নয়।

তবে বাংলাদেশের মনুষ্য সমাজে আজ মানবিক গুনাবলির একান্ত অভাব। এখনেও মানুষ বাস করছে একই সঙ্গে, তবু একে অন্য থেকে বিচ্ছিন্ন। যেন বালুর কণার মতো, ধূলার কনার মতো। একত্রে অবস্থান করেও মানুষ পরস্পর বিচ্ছিন্ন বিযুক্ত। আর্দ্রতা থাকলে বালুর কণা, ধূলার কণা জমে মাটি হয়। সেই মাটিতে বৃক্ষ জন্মে, ফুল ফোটে ফল ধরে। তেমনি মানুষে মানুষে প্রীতির আকর্ষণ ও প্রেমের বন্ধন থাকলে মানবিক সম্পর্ক জমাট বাধে, সমাজ ব্যবস্থা দানা বাধে, তাতে শক্তি প্রয়োগ, ছল চাতুরি, প্রতারণা ও ধূর্ততার অবসান ঘটে, জীবন প্রেমময় হয়, ফুল ফল ফসলের মতো বিকশিত হয়ে ওঠার সুযোগ পায়। বাংলাদেশের বর্তমানে সমাজ ব্যবস্থা মনুষ্য জীবনে সে সুযোগ নেই।

Post a Comment

Previous Post Next Post

Contact Form