গ্রামের পরে গ্রাম ছুয়ে দূর
ফসলের খেত রাখালের সুর।
হেটে চলি সবুজ মাঠে,
ফেলে আসা নদীর ঘাটে।
নদী বহে ক্ষীন স্রোতে
এঁকে বেঁকে কোন মতে,
কখনো জোয়ার আসে
রঙিন পালে নৌকা ভাসে।
গায়ের বঁধু কলসি কাঁকে
ছুটে আসে নদীর বাঁকে,
জল ভরিতে নামে জলে
ভিজে অঙ্গ আঁচল তলে।
রূপের ঝলক ভাঁজে ভাঁজে
বিভোর নেশা বুকের মাঝে,
কালোকেশী কাজল চোখে
লাজুক হাসি মিষ্টি মুখে।
হংস মিথুন দলে দলে
জলকেলিতে মাতে পলে,
দামাল তরুন মত্ত প্রেমে
দুষ্ট কথা থেমে থেমে।
কাল মেঘের ঘটা ঘনে
বৃষ্টি ধারা দূর গগনে,
ঝড়ো বেগে মাতাল পবন
ছুয়ে গেল উতলা মন।
সে কি লগন বিজন দূপুর
বর্ষা ভাসায় খরতাপ রদ্দুর,
মুহূর্তকাল মহাকাল হয়
স্মৃতির ভীড়ে ভাঙ্গে হৃদয়।
ফসলের খেত রাখালের সুর।
হেটে চলি সবুজ মাঠে,
ফেলে আসা নদীর ঘাটে।
নদী বহে ক্ষীন স্রোতে
এঁকে বেঁকে কোন মতে,
কখনো জোয়ার আসে
রঙিন পালে নৌকা ভাসে।
গায়ের বঁধু কলসি কাঁকে
ছুটে আসে নদীর বাঁকে,
জল ভরিতে নামে জলে
ভিজে অঙ্গ আঁচল তলে।
রূপের ঝলক ভাঁজে ভাঁজে
বিভোর নেশা বুকের মাঝে,
কালোকেশী কাজল চোখে
লাজুক হাসি মিষ্টি মুখে।
হংস মিথুন দলে দলে
জলকেলিতে মাতে পলে,
দামাল তরুন মত্ত প্রেমে
দুষ্ট কথা থেমে থেমে।
কাল মেঘের ঘটা ঘনে
বৃষ্টি ধারা দূর গগনে,
ঝড়ো বেগে মাতাল পবন
ছুয়ে গেল উতলা মন।
সে কি লগন বিজন দূপুর
বর্ষা ভাসায় খরতাপ রদ্দুর,
মুহূর্তকাল মহাকাল হয়
স্মৃতির ভীড়ে ভাঙ্গে হৃদয়।
Tags
ছড়া-কবিতা