পল্লী গাঁয়ে

রাত হল ভোর পাখিরা বিভোর কলতানে,
মুখরিত বন শোভিল কানন প্রভাত লগ্নে।
কুঁজন করিছে ভোরের পাখি ফুটিছে ফুলদল,
মিষ্টি মধুর গন্ধ এসে জাগায় কৌতুহল।
মৌমাছি দল কোলাহল করে আহ্‌রিছে মধু,
প্রাতঃস্নানে কলসি কাঁখে চলছে নবীন বধু।
করিছে গোসল, ভরিছে কলসি, ফিরছে সবে গাঁয়,
গাঁয়ের রাখাল বংশী হাতে মাঠের দিকে যায়।
চড়িছে গরু- খেয়েছে ঘাস, করিছে উল্লাস,
রৌদ্রতাপে দগ্ধ হয়ে খুঁজিছে বনের পাস।
মেঘেলা আকাশ, বহিছে বাতাস, উড়িছে ধুলি খড়,
ঝরিছে বৃষ্টি, দিতেছে পুষ্টি, ধরনীর উপর।
নীলাম্বরীর সিক্ত আঁচলে, ঢেকেছে নিখিল ধাম,
সেঁজেছে ধরনী, মনোহারিনী, অপলক নয়নাভিরম।
নেমেছে গোধূলী, এসেছে সন্ধ্যা, রক্ত বর্নে শোভিত,
জীবনের লীলা এই বুঝি শেষ, করিছে চিত্রিত।

Post a Comment

Previous Post Next Post

Contact Form