নিস্কৃতি দাও

আমি চাইনা বাঁচতে সেই সংসারের বুকে যেখানে মানুষে-মানুষে হিংসা, বিভেদ আর অহংকার। বাঁচতে চাইনা সেই সংসারে যেখানে সত্যের অপমান কিংবা মিথ্যার উপর ভিত্তি করে চলে সমাজ জীবন। চলে যেতে চাই সেই সংসার ছেড়ে যেখানে প্রতিভা থাকা সত্বেও, ক্ষমতাহীন প্রতিভা নষ্ট হয়ে যায় অকালে। মুক্তি চাই সেই সংসার থেকে, যেখানে মানুষ তার বাক-স্বাধীনতা থেকে বঞ্চিত। চাইনা বাঁচতে সেখানে, যেখানে মানুষ মানুষের উপর বিশ্বাস হারায়। হে ধরণী! আমায় এ অবহেলিত জীবন থেকে যেতে দাও, অজানা স্বর্গের দ্বারে। আমায় নিস্কৃতি দাও।

Post a Comment

Previous Post Next Post

Contact Form