প্রভু তোমাকে নিজেকে সপে চেয়েছি তোমার করুণা,
দাও সে শক্তি, চাহি যে মুক্তি দাও সে অসীম প্রেরনা।
মহা মানবের তীর্থ ক্ষেত্রে পাঠিয়েছ তুমি মোরে,
যেদিকে তাকাই দেখিতে যে পাই শতশত অনাদরে।
প্রভু তোমার এ কেমন লীলা বুঝিতে আমি পারিনা,
সকল জীব তোমার অংশ করো তুমি সবে করুণা।
তুমি জীবের মুক্তির পথ, সকল প্রানের দিশারী,
তুমি ছন্দ, তুমি সুর, তুমি কল্যানের সঞ্জারী।
জগৎ জুড়িয়া সকল প্রাণের তুমিই সৃষ্টি কর্তা,
হে প্রভু- তুমি বায়ু, তুমি অগ্নি, তুমিই সকল বিধাতা।
তুমি জল, তুমি স্থল, তুমি স্বর্গ নরক পাতাল,
জগৎ জুড়িয়া মানবের মাঝে তুমিই মায়াজাল।
পৃথিবীতে করো বিচরণ তুমিই প্রানের সাম্য,
সদা সর্বদায় তোমার কাছে চাহি মুক্তির কাম্য।
দাও সে শক্তি, চাহি যে মুক্তি দাও সে অসীম প্রেরনা।
মহা মানবের তীর্থ ক্ষেত্রে পাঠিয়েছ তুমি মোরে,
যেদিকে তাকাই দেখিতে যে পাই শতশত অনাদরে।
প্রভু তোমার এ কেমন লীলা বুঝিতে আমি পারিনা,
সকল জীব তোমার অংশ করো তুমি সবে করুণা।
তুমি জীবের মুক্তির পথ, সকল প্রানের দিশারী,
তুমি ছন্দ, তুমি সুর, তুমি কল্যানের সঞ্জারী।
জগৎ জুড়িয়া সকল প্রাণের তুমিই সৃষ্টি কর্তা,
হে প্রভু- তুমি বায়ু, তুমি অগ্নি, তুমিই সকল বিধাতা।
তুমি জল, তুমি স্থল, তুমি স্বর্গ নরক পাতাল,
জগৎ জুড়িয়া মানবের মাঝে তুমিই মায়াজাল।
পৃথিবীতে করো বিচরণ তুমিই প্রানের সাম্য,
সদা সর্বদায় তোমার কাছে চাহি মুক্তির কাম্য।
Tags
ছড়া-কবিতা