আগে নিজেকে বদলাই

আগে নিজেকে বদলাই

খালেক পিতা মাতার একমাত্র সন্তান। মাত্র কিছুদিন আগে বিদেশ থেকে দেশে এসেছে, তার উদ্দেশ্য বিয়ে করা। পরের দিন যথারিতি মেয়ে দেখার পালা শুরু হল। এক অতি আধুনিকা সুন্দরী মেয়ে পছন্দ হল তার। যেহেতু বিয়ের কথা পাকা, তাই পরের দিন তারা দুজনে অনেক জায়গায় সারাদিন ঘুরল। অবশেষে যখন সন্ধ্যা হয়ে গেল, তারাবাসায় না গিয়ে একটা দামি হোটেলে উঠল। রাতের নাস্তা শেষে খালেক মেয়েটিকে বলল- কয়েকদিন পরে আমাদের বিয়ে আগে নিজেকে বদলাই

আমরা দুজন দুজনের আরো কাছাকাছি আসি! মেয়েটি রাজি হল! বাকিটা বুজে নিন (?) পরের দিন খালেক বাড়ীর সবাইকে বলল- সে ঐ মেয়েকে বিয়ে করবে না। কারন, যে মেয়ে বিয়ের আগে সব কিছু দিয়ে দেয়, সে ভাল মেয়ে নয়। এভাবে একজনের পর একজন করে ৪টি মেয়ের সাথে একই কাজ করল। একটি মেয়েকে তার পছন্দ হল। কারন মেয়েটি ঐ কাজ করতে রাজি হয়নি। বিয়ের পর বাসর রাতে সে মেয়েটিকে প্রশ্ন করল- সে এত ভাল! কেন সে বিয়ের আগে রাজি হল না? মেয়েটির উত্তর ছিল- এর আগে আর ৪টি ছেলেকে আমি বিশ্বাস করেছিলাম। কিন্তু তারা সবাই আমাকে ঠকিয়ে চলে গেছে। তাই আমি নিজের পায়ে দাড়াতে পেরেছি।

এখানে যে যাহা করেছে, তা প্রতিফলিত হয়েছে। আমরা অনেক সময় অন্যের চরিত্র নিয়ে কথা বলি, নিজেরা ঠিক হতে পারি না। তাই আসুন আগে নিজেকে বদলাই।

Post a Comment

Previous Post Next Post

Contact Form