মদন মিয়া গাধার পিঠে যাচ্ছে শ্বশুর বাড়ি,
ঘাড়ে পিঠে মাথায় করে তিন তিনটে হাঁড়ি।
শ্বশুর নাকি বলে দিয়েছে আনতে ঝোলাগুড়,
এক হাঁড়িতে তাই নিয়েছে অনেক চানাচুর।
বড় শালী দাবি করেছে খাবে ছানার মিঠাই,
আরেক হাঁড়ি ভরে নিয়েছে তালের পিঠা তাই।
ছোট শালার বড় আবদার খাবে আলুর দম,
অর্ধেক হাঁড়ি ভরে নিয়েছে ক্ষেত খামারের গম।
এসব নিয়ে বিকেল বেলা উঠল শ্বশুর বাড়ি,
শালা-শালী দৌড়ে এসে নিল সকল হাঁড়ি।
কিন্তু যখন দেখতে পেল উল্টাপাল্টা সব,
তাদের মাঝে উঠল তখন ছি- ছি- কলরব।
ঘাড়ে পিঠে মাথায় করে তিন তিনটে হাঁড়ি।
শ্বশুর নাকি বলে দিয়েছে আনতে ঝোলাগুড়,
এক হাঁড়িতে তাই নিয়েছে অনেক চানাচুর।
বড় শালী দাবি করেছে খাবে ছানার মিঠাই,
আরেক হাঁড়ি ভরে নিয়েছে তালের পিঠা তাই।
ছোট শালার বড় আবদার খাবে আলুর দম,
অর্ধেক হাঁড়ি ভরে নিয়েছে ক্ষেত খামারের গম।
এসব নিয়ে বিকেল বেলা উঠল শ্বশুর বাড়ি,
শালা-শালী দৌড়ে এসে নিল সকল হাঁড়ি।
কিন্তু যখন দেখতে পেল উল্টাপাল্টা সব,
তাদের মাঝে উঠল তখন ছি- ছি- কলরব।
Tags
ছড়া-কবিতা