জন্ম গ্রহন করার পর পরিবারের বাবা-মা ও ভাইবোন সহ বসবাস করে থাকি এবং নানা আদরে নানা লালন পালনে বড় হই। এতে অনেকের অনেক রকম শ্রম বা আদর যত্ন থাকে। এমনকি প্রতিবেশী বন্ধু-বান্ধব নিকটতম দূরসম্পর্কের আত্মীয় স্বজনদেরও অনেক ভুমিকা থাকে আমাদের জীবনের বড় হতে। বড় হওয়ার পর বেশীরভাগ ক্ষেত্রে দেখা যায় যে, আমাদের মধ্যে নানা মতবিরোধ, অবহেলা, তিরস্কার, শত্রুতার সৃষ্টি হয়। অথচ আমরা ভাইবোন, বাবা-মা, চাচা-চাচী, প্রতিবেশী, আত্মীয়স্বজনদের সাথে ছিল কত মধুর নিবিড় সম্পর্ক। সেই সম্পর্ক জীবনের বড় হওয়ার পর কেন জানি বহাল থাকছেনা। আমরা সেই ছোটবেলার আদরের ভাইবোন, বন্ধু-বান্ধব, প্রতিবেশীদের এবং আত্মীয়স্বজনদের সাথে বাঁধছে বিরোধ। হচ্ছে না কথা বার্তা, হয়না দেখা সাক্ষাৎ, বহাল থাকছেনা আত্মীয়তার সম্পর্ক। সম্পর্ক এমন হয় কেন? প্রশ্নটির উত্তর মিলেনা।