মানুষ

এই রঙ্গিন পৃথিবীর মানুষ গুলোর চিন্তা ধারনা একেক জনের একেক রকমের। যাহা ভাষায় প্রকাশ করা খুবই কষ্ট কর। লুঙ্গি পরিধান করলে গাইয়া। বেশী কথা বললে বাচাল, কথা না বললে ভোদড় বা অহংকারী। হাসলে বলবে কেবলা, না হাসলে বলবে গম্ভির প্রকৃতির মানুষ। ফাঁনি প্রকৃতির কোন কিছু লিখলে বলবে মনে রং লাগছে, আবেগ ময় লিখলে করলে বলবে ছ্যাকা খেয়েছে। লম্বা হলে বলবে বুদ্ধি কম, খাটো হলে বলবে বাটুল। সৃজনশীল কাজ করলে বলে বেশি করেছে। এই কারনে বলছি সবার উদ্বেশ্য করে, আসুন আমরা সবাই সবার আবেগকে সম্মান করার চেষ্টা করি, কারন মানুষকে সুন্দর ব্যবহার এবং ভালবাসার মাধ্যমে জয় করা সম্ভব। সন্দেহ ও নিজের একদেশদর্শীতা দেখাতে গিয়ে অন্যকে আঘাত করা কেবল একে অন্যের প্রতি অবিশ্বাস ও রাগ জন্ম হয়। আসুন আমরা নিজের রিপু নিয়ন্ত্রণ এনে মানুষের সাথে মিলেমিশে থাকার চেস্টা করি। আসল সামজিক জীব হয়ে উঠি। বর্তমান পেক্ষাপটে আপনাকে আমাকে সবাইকে পারফেক্ট মানুষ হওয়া খুব প্রয়োজন ।

Post a Comment

Previous Post Next Post

Contact Form