গাঁয়ের মানুষ

সহজ সরল গাঁয়ের মানুষ
ডোবা পুকুরে পদ্ম ফুটে হরেক রকমের রঙ,
মাছ ধরে যায় রহিম চাচা বেশ তার রঙ ঢঙ।
গরুর গাড়ি বেশ চলে যায় মেঠো পথের ওপর,
গায়ের বধূ মুখটি ঢেকে দেওয়ালে দিচ্ছে গোবর।
লাহু মিঞা গরু ঠেঙিয়ে লাঙ্গল দিচ্ছে মাঠে,
কচুরীপানা দল সরিয়ে গোসল দিচ্ছে ঘাটে।
নৌকা চালায় কিষান মাঝি ওপারেতে যাবে,
নব বধূ নৌকা চড়ে শশুর বাড়ি যাবে।
নারিকেলের ঐ লম্বা সারি দিঘীর পাড়ে বেশ,
গাঁয়ের মেয়ে গোসল করে লম্বা কালো কেশ।
শস্য শ‍্যামল মাঠটি জুড়ে সবুজ ধানের ক্ষেত,
মাষ্টার মশায় যাচ্ছে হেঁটে হাতে নিয়ে বেত।
কালো মেঘে ঢাকে আকাশ কালবৈশাখী এলে,
আম কুড়োতে যায় শিশুরা সব কিছু ফেলে।
বাঁশী বাজিয়ে রাখাল ছেলে গরু নিয়ে ছোটে,
ভুল করলে মায়ের বকুনি বেশ কপালে জোটে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form