শ্বাশুড়ির উপদেশ-
বউমাকে ডাকি বলিতেছে শ্বাশুড়ি-
বউমার উত্তর-
বলিতেছে বউমা, ওগো আমার শ্বাশুড়ি মা,
বউমাকে ডাকি বলিতেছে শ্বাশুড়ি-
শুন গো রাজার বেটী,
বড়লোকি পনা, এখানে চলিবে না-
ধরতে হয়না যেন ঝুটি।
বলিব যাহা, শুনিবে তাহা,
এদিক-ওদিক যেন হয়না,
না শুনিলে কথা, মনে লাগে ব্যাথা-
বেয়াদবি আমার সয়না।
সংসারের সব কাজ, তোমার হল আজ,
ভুলে যেন যেওনা,
সবারে খাওয়াবে আগে, মনে যেন প্রশ্ন না জাগে,
আগে কভু নিজে খেওনা।
তুমি বাড়ির বউ, কষ্ট যেন না পায় কেউ,
তোমার কোন আচরনে,
এসেছো আমার ঘরে, তুলেছি বরন করে, ঘোরাবে ছড়ি,
তাই ভেবনা মনে।
শ্বাশুড়ি হয়েছি আমি, বউমা আমার তুমি,
দাঁড়াবে সন্মুখে,
দেখিয়া পাড়ার লোক, কপালে উঠিবে চোখ,
হিংসায় মরিবে সবাই দেখে।
বউমার উত্তর-
বলিতেছে বউমা, ওগো আমার শ্বাশুড়ি মা,
এ কেমন করিলে জারি ডিক্রি?
এসেছি বউ হয়ে, নই আমি কাজের মেয়ে,
মাথাতো করিনি হেথায় বিক্রি।
মেয়ে হয়ে রব হেথা, শুনেছিলাম তেমনই কথা,
এখন বল কেন অন্য,
আমি নাকি লক্ষিমনি, গুনের নেই অন্ত,
আমায় পেয়ে হয়েছ ধন্য।
এ কেমন নিয়মে ফেলে, পিষিতেছো যাতা কলে,
একবার ভাব নিজ মেয়ের মুখ,
তার ও স্বামী ঘরে, এমন ডিক্রি জারি করে,
কপালে হবে কি তার সুখ।
আমায় ভেবে মেয়ে, আদরে কাছে নিয়ে,
কর না দৃষ্টান্ত স্থাপন,
হিংসার রোষানলে, নিজেকে নাহি জ্বেলে,
এসো সুখে করি জীবন-যাপন।