প্রবাস মানে টাকা নয়, জীবন গড়ার শিক্ষা,
প্রবাস মানে উল্লাস নয়, অনুপম এক দীক্ষা।
প্রবাস মানে হাঁসি নয়, কষ্ট চোখের জল,
প্রবাস মানে ভাঙা বুকে, জীবন গড়ার বল।
প্রবাস মানে প্রিয়তমার, একটি রঙিন চিঠি,
প্রবাস হলো মানুষের প্রতি, ভালোবাসার সম্প্রীতি।
প্রবাস হলো স্বপ্ন পূরণ, ছোট ছোট আশা,
প্রবাস হলো ভাইয়ের হাঁসি, বোনের ভালোবাসা,
প্রবাস হলো বাবার বুকে, সুখের শিহরণ,
প্রবাস হলো মায়ের মুখে, হাঁসির আহরণ,
প্রবাস মানে স্বাধীনতা, পরের হাতে বন্ধি,
প্রবাস মানে কাজের সাথে, জীবনের এক সন্ধি।
প্রবাস মানে শূন্যতা, প্রতি দিনই আসে,
প্রবাস মানে অতীত স্মৃতি, শুধুই চোখে ভাসে।
প্রবাস মানে জীবন থেকে, অনেকদূরে চলে যাওয়া,
প্রবাস মানে আপন স্বজন, হয়তো হবে না পাওয়া।
প্রবাস মানে দেশান্তরী, মমতা ঝেড়ে ফেলা,
প্রবাস মানে ব্যর্থ জীবন, শুধুই টাকার খেলা।
প্রবাস মানে উল্লাস নয়, অনুপম এক দীক্ষা।
প্রবাস মানে হাঁসি নয়, কষ্ট চোখের জল,
প্রবাস মানে ভাঙা বুকে, জীবন গড়ার বল।
প্রবাস মানে প্রিয়তমার, একটি রঙিন চিঠি,
প্রবাস হলো মানুষের প্রতি, ভালোবাসার সম্প্রীতি।
প্রবাস হলো স্বপ্ন পূরণ, ছোট ছোট আশা,
প্রবাস হলো ভাইয়ের হাঁসি, বোনের ভালোবাসা,
প্রবাস হলো বাবার বুকে, সুখের শিহরণ,
প্রবাস হলো মায়ের মুখে, হাঁসির আহরণ,
প্রবাস মানে স্বাধীনতা, পরের হাতে বন্ধি,
প্রবাস মানে কাজের সাথে, জীবনের এক সন্ধি।
প্রবাস মানে শূন্যতা, প্রতি দিনই আসে,
প্রবাস মানে অতীত স্মৃতি, শুধুই চোখে ভাসে।
প্রবাস মানে জীবন থেকে, অনেকদূরে চলে যাওয়া,
প্রবাস মানে আপন স্বজন, হয়তো হবে না পাওয়া।
প্রবাস মানে দেশান্তরী, মমতা ঝেড়ে ফেলা,
প্রবাস মানে ব্যর্থ জীবন, শুধুই টাকার খেলা।
Tags
ছড়া-কবিতা