স্বাধীন গনতান্ত্রিক সুশীল সমাজ,
একটা প্রশ্নের জবাব দেনতো আজ।
অধিকার যদি হয় সবার সমান,
তুমি আমিতে কেন এত ব্যবধান?
তোমাদের আছে ইটের দালান,
আমাদের নাই ভাতের চালান।
পোষাক পরিধানে তোমরা লাট বাবু,
আমরা অভাবীরা কেন শীতে কাবু?
তোমরা থাকো পাঁচ তালায়,
আমরা কেন গাছ তলায়?
একাত্তরের লড়াই শেষে হয় যদি- এই দেশটা স্বাধীন,
তাহলে আজ কাটায় কেন আমজনতা- ক্লেশঠাসা দিন।
একটা প্রশ্নের জবাব দেনতো আজ।
অধিকার যদি হয় সবার সমান,
তুমি আমিতে কেন এত ব্যবধান?
তোমাদের আছে ইটের দালান,
আমাদের নাই ভাতের চালান।
পোষাক পরিধানে তোমরা লাট বাবু,
আমরা অভাবীরা কেন শীতে কাবু?
তোমরা থাকো পাঁচ তালায়,
আমরা কেন গাছ তলায়?
একাত্তরের লড়াই শেষে হয় যদি- এই দেশটা স্বাধীন,
তাহলে আজ কাটায় কেন আমজনতা- ক্লেশঠাসা দিন।
Tags
ছড়া-কবিতা