কলসি কাঁখে

কলসি কাঁখে দিঘির ঘাটে এসে ছিল শুধু,
আড়চোখে চেয়ে চেয়ে মন করেছিল যাদু।
এমনই তার রূপের বরণ লাবণ্য মাখা কায়া,
ভালোবাসায় ভরিয়ে এ মন চিত্ত ভরা মায়া।
জল ভরে এ পথ দিয়ে চলে হেঁটে হেঁটে,
পরান যেন উথলে ওঠে জীবন মরুতটে।
নয়নের কাজল রেখায় উদাস করে মন,
শাড়ির আঁচল উড়িয়ে দিয়ে আনন্দে মাতায় মন।
কলসি কাঁখে | আমির হোসেন


Post a Comment

Previous Post Next Post

Contact Form