এই নদীতে জোয়ার ভাটা আসে ক্ষণে ক্ষণে,
সেই ভয়ে তো রাখাল ছেলের শঙ্কা জাগে মনে।
গরু-মহিষ ঐ পাড়ে তে সময় বয়ে গেল,
আনবে রাখাল কেমন করে সন্ধ্যা নেমে এলো।
হঠাৎ করে দেখলো সে যে রাখাল ছেলের দল,
আসছে ছুটে তারই দিকে মনেতে পায় বল।
সেই খুশিতে রাখাল ছেলের মুখে হাসি ফুটে,
পাড়ি দিলো ভরা জোয়ার সাহস নাহি টুটে।
সেই ভয়ে তো রাখাল ছেলের শঙ্কা জাগে মনে।
গরু-মহিষ ঐ পাড়ে তে সময় বয়ে গেল,
আনবে রাখাল কেমন করে সন্ধ্যা নেমে এলো।
হঠাৎ করে দেখলো সে যে রাখাল ছেলের দল,
আসছে ছুটে তারই দিকে মনেতে পায় বল।
সেই খুশিতে রাখাল ছেলের মুখে হাসি ফুটে,
পাড়ি দিলো ভরা জোয়ার সাহস নাহি টুটে।
Tags
ছড়া-কবিতা