এ জীবনের শেষ কোথায়?

জীবন, জয় ও পরাজয় এই শব্দের মধ্যে শেষ দুইটা খুজতে খুজতে প্রথম শব্দটা একদিন শেষ হয়ে যায়। জীবনটা শুধুই প্রশ্নময় সমাধান মিলানো খুবই কষ্ট সাধ্য প্রশ্ন করলেও উত্তর মেলে না। তবে কি জীবনটা শুধুই একটা প্রশ্নবোধক চিহ্ন?জন্ম থেকে শুধুই প্রশ্নের পিছনে ছুটে চলা আমাদের জীবনটা কেন এমন হয়? কষ্ট আর কষ্ট জড়িয়ে আছে জীবনের গন্ডিময়। আজকাল মানুষের ভিতরে স্বার্থপরতা খুব বেশী পরিলক্ষিত হয়।একই বাবা মায়ের সন্তান, একই বিছানায় বড় হয় জীবনের অনেকটা সময় একই সাথে থাকে। তারপরও এই ভাই বোন তাদের নিজেদের ভাই বোনের সাথে খুবই স্বার্থপরের মত ব্যবহার করে। নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, যে ভাই বা বোন তার সহোদর ভাই বা বোনের সাথে খারাপ ব্যবহার করল সে-ই ভাল থাকে। আর যে ভুক্তভোগী হল তার জীবনের দুঃখ-কষ্ট যেন শেষ-ই হতে চায় না। পৃথিবীতে অদ্ভুত এক সময় এসেছে, যে সময়ের কাছে প্রায় প্রতিটি মানুষই জিম্মী। কিছুই করার নেই এটাই যেন সময়ের কাছে সময়ের অবদান। পৃথিবীতে সব কিছুই উল্টো নিয়মে চলছে আর এই চলায় যেন মানুষ অভস্ত্য। করার কিছুই নেই কেননা মানুষ মানুষের কাছে বড়ই অসহায়। জন্মের সময় মানুষ নিজের ভাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে আসে যদিও সবাই বলে কর্মগুনে ভাগ্য পরিবর্তন হয়। জানিনা কথাটা কতটুকু সত্যতা আছে, তবে আমি এটা জানি, আল্লাহ যা চায় তা-ই হয়। ভাল মন্দ সবই আল্লাহর করুণার দান। আল্লাহ যা করেন মানুষের ভালর জন্যই করেন। কেননা বিধাতা হচ্ছেন সব থেকে বড় বিচারক। তিনি তার আদালতে স্বচ্ছ বিচার করেন, আর তার আদালত থেকে কেউ-ই রেহাই পায় না। তাহার জ্ঞানের বাইরে কোন বস্তু নেই। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রান্ত, প্রজ্ঞাময়।

Admin

Amir hossain is a social article writer. he likes to share knowledge and Interested research content of biodiversity, climate, travel, photography

Post a Comment

Previous Post Next Post

Contact Form